বলিউডের (Bollywood) প্রথমসারির সুপারস্টারদের মধ্যে অন্যতম হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। দেখতে গেলে বলিউডের সবথেকে ব্যস্ততম অভিনেতা তিনি। কিন্তু ইদানিং সময়টা একেবারেই ভালো যাচ্ছে না খিলাড়ি কুমারের। কিছুদিন আগেই অনেকটা আশা জাগিয়ে দিওয়ালির সময় মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের বহু প্রতিক্ষীত সিনেমা ‘রাম সেতু’ (Ram Setu)।
কিন্তু যতটা আশা নিয়ে দর্শকরা হলে গিয়েছিলেন তার কিছুই পূরণ হয়নি। একের পর এক সাউথের সিনেমার দাপটের সামনে কার্যত মুখ থুবড়ে পড়ছে একের পর এক বলিউডের সিনেমা। এবার এই একই ঘটনা ঘটেছে বলিউডের রাম সেতু সিনেমার ক্ষেত্রেও। এই সিনেমায় অক্ষয় কুমারের পাশাপাশি দেখা গিয়েছে অভিনেত্রী নুসরত বারুচা এবং জ্যাকলিন ফার্নান্ডেজকে।
গতবছর ১৮ই মার্চ অযোধ্যা থেকেই শুরু হয়েছিল ছবির শুটিং। ছবিতে আর্কিওলজিস্টের চরিত্রে দেখা গিয়েছে অক্ষয়কুমারকে। কিন্তু দুঃখের বিষয় অক্ষয়কুমারের মতো সুপারস্টারের সিনেমা থেকে যে ধরণের লাভের আশা করেছিলেন নির্মাতারা তার সিকিভাগও লাভের মুখ দেখেনি রামসেতু। যার ফলে এখন অবস্থা হয়েছে এমন যে এই ছবির বেশির ভাগ শো দেওয়া হচ্ছে অন্য ছবিতে।
আগের শেষ চারটি সিনেমার মতোই এবারও ডুবে গেল অক্ষয় কুমারের ‘রাম সেতু’। সেদিক দিয়ে দেখতে গেলে এই সিনেমা একেবারেই তেমন সাফল্য পায়নি যা কোনো সুপারস্টারের ছবির পাওয়া উচিত। ১৫ কোটি ২৫ লক্ষ দিয়ে ওপেনিং হলেও ১০ দিনে ২ কোটি আয় করতেই হিমশিম খাচ্ছে এই সিনেমা। সব থেকে আশ্চর্যের বিষয় এখনও পর্যন্ত ছবির বাজেটের টাকাও ওঠেনি।
প্রসঙ্গত বক্স অফিসে ভালো রেজাল্ট করার জন্য ‘রাম সেতু’ র কাছে ছিল দীপাবলির মতো উৎসবের একটা গোটা সপ্তাহান্ত। যা অক্ষয় কুমার পুরোপুরিভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছেন। ছবিরবক্স অফিস কালেকশনের রিপোর্ট অনুসারে, ‘রাম সেতু’ দশম দিনে ২ কোটি ২০ লক্ষ আয় করেছে। এখনও পর্যন্ত ছবিটির মোট আয়ের পরিমাণ ৬৬ কোটি টাকা।