• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুটখার পর এবার পণপ্রথার বিজ্ঞাপন করছেন অক্ষয় কুমার! খেপে লাল নেটিজেনরা, রইল ভিডিও

Published on:

Akshay Kumar’s advertisement faces backlash for allegedly promoting dowry

বলিউড সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar) এমন একজন ব্যক্তিত্ব যিনি কোনও না কোনও কারণে সংবাদমাধ্যমের শিরোনামে চলেই আসেন। কখনও নিজের ছবির কারণে, কখনও নিজের কোনও মন্তব্যের কারণে, কিংবা কখনও কোনও বিজ্ঞাপনের কারণে। সম্প্রতি যেমন বলিউডের ‘খিলাড়ি’র একটি বিজ্ঞাপনের (Advertisement) কারণে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে।

সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘রোড সেফটি ক্যাম্পেন’এর একটি বিজ্ঞাপন। সেখানে পুলিশ অফিসারের চরিত্রে দেখা গিয়েছেন বলি সুপারস্টার অক্ষয় কুমারকে। সেই বিজ্ঞাপনের মাধ্যমেই অক্ষয়ের বিরুদ্ধে উঠেছে পণ প্রথার প্রচার চালানোর অভিযোগ। শুধু তাই নয়, অক্ষয়ের বিজ্ঞাপনের সেই ভিডিও গত শুক্রবার কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করায় সেই বিতর্ক আরও চরমে উঠেছে। প্রসঙ্গত, ভারতে পণ (Dowry) প্রথা আইনত অপরাধ।

Akshay Kumar sad

অক্ষয়ের বিজ্ঞাপনে দেখা গিয়েছে, একটি পিতা ছলছলে চোখে তাঁর মেয়েকে বিয়ের পর বিদায় জানাচ্ছেন। এরপর পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করা অক্ষয়কে মেয়ের পিতাকে কটাক্ষ করে বলতে দেখা যায়, কেন তিনি সদ্য বিবাহিত দম্পতিকে মাত্র দু’টি এয়ারব্যাগ দেওয়া গাড়িতে পাঠাচ্ছেন।

Akshay Kumar dowry controversy

সেই বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করে শিব সেনা নেত্রী প্রিয়াঙ্কা চতুর্বেদী লিখেছেন, ‘এটা খুবই সমস্যাজনক একটি বিজ্ঞাপন। এমন জিনিস কে পাস করেন? সরকার কি এই বিজ্ঞাপনের মাধ্যমে সেফটির দিকের প্রচার চালাচ্ছেন নাকি পণ প্রথার মতো খারাপ জিনিসের প্রচার করছেন?’

শুধু প্রিয়াঙ্কাই নন, এই বিজ্ঞাপন দেখে চটে গিয়েছেন নেটিজেনরাও। একজন যেমন লিখেছেন, ‘একেবারে জঘন্য বিজ্ঞাপন। বিষয়বস্তুই হারিয়ে ফেলেছে। এই বিজ্ঞাপন কি বিয়ে নিয়ে, বৌ নিয়ে নাকি পণ হিসেবে ৬টি এয়ারব্যাগ দেওয়া গাড়ি দেওয়া উচিত তা নিয়ে? সরকারি বিজ্ঞাপনটি খুবই শিশুসুলভ এবং বাজে। সেফটির বিষয়ে কি অন্যভাবে কথা বলা যেত না?’

প্রসঙ্গত, অক্ষয় এই প্রথম বিজ্ঞাপনের কারণে বিতর্কে জড়াননি। এর আগে একটি গুটখার ব্র্যান্ডের বিজ্ঞাপন দিয়েও চরম বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। শেষ পর্যন্ত রোষের মুখ পড়ে ক্ষমাও চেয়েছিলেন বলি সুপারস্টার। যদিও এখনও পর্যন্ত পণ প্রথার প্রচার চালানোর অভিযোগ প্রসঙ্গে কিছু বলেননি আক্কি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥