• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বউ ছেড়ে শ্বাশুড়ির প্রশংসায় পঞ্চমুখ অক্ষয় কুমার! লম্বা চিঠি লিখলেন অভিনেতা

Published on:

সম্প্রতি হলিউডের সিনেমা ‘টেনেট’-এ উল্লেখযোগ্য চরিত্রে দেখা গিয়েছে বলিউডি অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াকে। আর সেই ঘটনাকে ঘিরে রীতিমত উছ্বসিত অক্ষয় কুমার। ইনস্টাগ্রামে শ্বাশুড়ির সাথে একটি ছবি পোস্ট করে নিজেকে গর্বিত জামাই বলেও দাবি করেছেন তিনি। পোস্টে টেনেট-এর পরিচালক ক্রিস্টোফার নোলানকেও উল্লেখ করেছেন অক্ষয়। পরবর্তী সিনেমা ‘অতরাঙ্গি’-এর শ্যুটে সারা আলী খানের সঙ্গে যথেষ্ট ব্যস্ত অক্ষয়, তারই মাঝে শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে নোলানের ছবি ‘টেনেট’। শ্বাশুড়ির প্রশংসা করার কারণে ক্রিস্টোফার নোলানকেও ধন্যবাদ জানিয়েছেন অক্ষয়।

ভারতে মুক্তি পাওয়ার আগেই পরিচালক ক্রিস্টোফার নোলান একটি ভিডিও পোস্ট করে বলেন, “সমগ্র ভারতবাসীকে আমার ভালোবাসা। তাঁরা যে বড়পর্দায় টেনেট দেখতে পারবেন, এটা ভেবেই ভীষণ আনন্দিত আমি।” পাশাপাশি ডিম্পলকে উদ্দেশ্য করে তিনি আরও জানান, “অভিনেত্রী প্রিয়াকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে পেরে ভালো লাগছে। তোমার মত কঠিন পরিশ্রমী ও প্রতিভাবান অভিনেত্রীর সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য।”

যথারীতি নিজের শ্বাশুড়ির অভিনয় ক্ষমতার প্রশংসা করে অক্ষয় কুমার লিখেছেন, “টেনেট মুক্তির আগেই যেভাবে নোলান আমার মায়ের প্রশংসা করেছেন, তাতে আমার চোখে জল এসে যায়। আমি যদি সামনে থেকে অমন অভিনয় দেখার সুযোগ পেতাম, তাহলে হয়তো নিজের জায়গা থেকেই নড়তে পারতাম না!” হলিউডে অভিনয়ের সুবাদে স্বাভাবিকভাবেই ভারতীয় নেটিজেনমহলে আলোচনার কেন্দ্রে এখন একজনই, তিনি ডিম্পল কাপাডিয়া।

ক্রিস্টোফার নোলানের ছবিতে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন ও জন ডেভিড ওয়াশিংটনের মত প্রভাবশালী অভিনেতারা। সিনেমায় মুম্বইবাসী এক অস্ত্রসরবরাহকারীর ভূমিকায় অভিনয় করেছেন ডিম্পল। ডেভিডকে অস্ত্র সরবরাহ করে পৃথিবীকে নতুন দিশা দেখানোর ক্ষেত্রে সাহায্য করেছেন ডিম্পল। একটি সাক্ষাৎকারে ডিম্পল বলেন, “সবকিছুই আমার কাছে একটা সুন্দর স্বপ্নের মত লাগছে। বিশ্বাস করুন, যখন অভিনয় করছিলাম বা সেটে ছিলাম তখন ক্লান্তিতে কিছুই ভাল লাগছিল না। কিন্তু সবকিছু ভালভাবে মিটে যাওয়ার পর ভাল লাগছে বেশ।”

অন্যদিকে সারা আলী খান ও দক্ষিণী অভিনেতা ধনুষের সঙ্গে শ্যুটিংয়ে ব্যস্ত অক্ষয় কুমার। তাঁদের শ্যুটিং সংক্রান্ত ছবি বারেবারেই ভাইরাল হয়ে চলেছে নেট-দুনিয়ায়। ওটিটি মঞ্চে মুক্তি পেলেও দর্শকমহলে তেমন সারা জাগাতে পারেনি ‘লক্ষ্মী’। পাশাপাশি বেল বটম, সূর্যবংশী, বচ্চন পান্ডে, পৃথ্বীরাজ, রাখিবন্ধন, রাম সেতু, অতরাঙ্গি রে-এর মত কাজ রয়েছে অক্ষয়ের পকেটে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥