• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অক্ষয় কুমারের সামনেই মদের নেশায় চুর হয়ে গেছিলেন স্ত্রী টুইংকেল, তারপর যা হল

Published on:

akshay kumar twinkel khanna অক্ষয় কুমার টুইঙ্কেল খান্না

বলিউড অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar) টুইঙ্কেল খান্নাকে (Twinkel Khanna) বিয়ে করেছেন। ২০০১ সালে একেঅপরকে বিয়ে করেন এই বলিউড সেলিব্রিটিরা। এরপর থেকে দীর্ঘ সময় ধরে একসাথে সুখী দাম্পত্য জীবন কাটাচ্ছেন দুজনেই। কিন্তু বলিউড সেলেব্রিটি মানে তাদের নিয়ে গসিপ তো থাকবেই। আর তাছাড়া প্রিয় সেলেব্রিটিদের খুঁটিনাটি সমস্ত খবর রাখার ইচ্ছা তো সকলেরই থাকে।

আর পাঁচটা সাধারণ মানুষদের মতো সেলিব্রিটিরাও পার্টি করে আনন্দে মেতে ওঠে। তবে, বলিউড সেলেবদের ক্ষেত্রে পার্টিটা আলাদা মাত্রায় হয় এই যা। আর এই পার্টিগুলিতে প্রায়শই চলে মদ্যপান। এমনিতে বলিউড সিনেমাতে হিরো  হিরোইনকে মদ্যপান করতে দেখা যায়। তবে বাস্তবে মদ্যপ অবস্থায় সেলেব্রিটিদের কার্যকলাপ রীতিমত শিরোনাম করে নেই সংবাদ মাধ্যমে। এমনি একটি ঘটনার কথা আজ জানাবো।

akshay kumar twinkel khanna অক্ষয় কুমার টুইঙ্কেল খান্না

সোশ্যাল মিডিয়াতে আজকাল একটি বেশ পুরোনো ঘটনার ভিডিও ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে বলিউড অভিনেতা অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কেল খান্নার মদ্যপ অবস্থার কীর্তি দেখা যাচ্ছে। যেমনটা জানা যায় একটি পার্টিতে অক্ষয়  কুমার টুইকেল খান্না ও ববি দেওল (Boby Deol) গিয়েছিলেন। আর সেই পার্টিতে মদ খেয়ে রীতিমত নেশায় বেসামাল হয়ে পড়েছিলেন অক্ষয় পত্নী টুইঙ্কেল।

akshay kumar twinkel khanna অক্ষয় কুমার টুইঙ্কেল খান্না

এতটাই বেসামাল হয়ে পড়েছিলেন যে পার্টি থেকে বেরিয়ে বাড়ির ফেরার সময় নিজেদের গাড়িও চিনতে পারছিলেন না টুইঙ্কেল খান্না। ভুল করে ববি দেওলের গাড়িতে গিয়ে বসে পড়েন টুইঙ্কেল। এই দেখে অক্ষয় কুমার টুইঙ্কেলকে বলে থাকে ‘ওটা আমাদের গাড়ি নয়’। কিন্তু বলার পরেও টুইঙ্কেল গাড়ি থেকে নামেন নি। এরপর অক্ষয় কুমারও টুইঙ্কেল খান্নার সাথে ববি দেওয়লের গাড়িতেই বসে পড়েন। এরপর গাড়ি চলতে শুরু করলে দেখা যায় ববি গাড়ির সামনের সাইট বসেছিলেন আর অন্যদিকে টুইঙ্কেলের সাথে গাড়ির পিছনে ছিলেন অক্ষয় কুমার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥