• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কপিল শর্মার পায়ে ধরছেন বলিউড খিলাড়ী অক্ষয় কুমার! ছবি ঘিরে তুমুল জল্পনা নেটপাড়ায়

কপিল শর্মার (Kapil Sharma) ভক্তদের জন্য সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার খুব শীঘ্রই ছোটো পর্দায় ফিরতে চলেছে জনপ্রিয় ‘দ্য কপিল শর্মা শো’ (The Kapil Sharma Show) । সারা সপ্তাহের কাজ সেরে সপ্তাহান্তে কমিল শর্মার এই শো বিগত কয়েক বছর ধরেই হয়ে উঠেছে অসংখ্য মানুষের ‘স্ট্রেস বাস্টার’। যা বন্ধ হওয়ার পর থেকেই পুনরায় আবার দমফাটা হাসি হাসার অপেক্ষায় কার্যত চাতক পাখির মতো বসে রয়েছেন কপিল শর্মা শো’এর অসংখ্য অনুগামী।

ইতিমধ্যেই শোয়ের প্রথম দিকের অনেকগুলি পর্বের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। জানা যাচ্ছে, একদম প্রথমেই শোতে অতিথি হয়ে আসবেন অক্ষয় কুমার (Akshay Kumar) । অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি বেলবটম ছবির প্রচারের জন্যই বিশেষত আসবেন অভিনেতা। আসলে দ্য কপিল শর্মা শো-এর সঙ্গে অক্ষয় কুমারের সম্পর্ক বহু পুরোনো। তিনি এর আগেও বহুবার শোতে উপস্থিত হয়েছেন। এখন যখন কপিলের এই শো আবার শুরু হতে চলেছে, অক্ষয় কুমারকে তখন ফের দেখা যাবে অতিথি হিসেবে।

   

The Kapil Sharma Show coming Back

এই শোয়ের সেট থেকেই অক্ষয়ের সঙ্গে কপিলের একটি ছবি ভাইরাল হয়েছে নেটপাড়ায়। ছবিতে দেখা যাচ্ছে শ্যুটিং চলাকালীন কপিল শর্মার পা ধুঁয়ে প্রণাম করছেন বলি খিলাড়ী। এই ছবি প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। কেউ কেউ ছবি দেখে হেসে গড়িয়ে পড়েছেন কেউ কেউ আবার বেশ অবাকও হয়েছেন।

Akshay kumar,the kapil sharma,kapil sharma,belbuttom,অক্ষয় কুমার,কপিল শর্মা,দ্য কপিল শর্মা,বেলবটম

এই ছবি শেয়ার করে কপিল শর্মা লিখেছেন, বিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার আমার পা ছুঁয়ে তার নতুন ছবি বেলবটমের জন্য আশীর্বাদ নিচ্ছেন। অক্ষয়-ও তার উত্তরে দিয়েছেন মোক্ষম জবাব, তিনি লিখেছেন “আশীর্বাদ নেওয়ার পর অক্ষয় কুমার কপিল শর্মার হাঁটুতে তাঁর বুদ্ধি খুঁজে বেড়াচ্ছে…।” দুই তারকার এ হেন ‘ব্যান্টারে’ বেশ মজাই পেয়েছেন নেটিজেনরা।

Akshay kumar,the kapil sharma,kapil sharma,belbuttom,অক্ষয় কুমার,কপিল শর্মা,দ্য কপিল শর্মা,বেলবটম

প্রসঙ্গত, বিগত বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল জুলাইতেই ফের নিজের দলবল কপিল ফিরবেন প্রত্যেক ঘরে ঘরে। কার্যত সেই জল্পনা কে সিলমোহর দিয়েই গতকাল পুরনো টীমের সাথেই ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন দ্য শো হোস্ট কপিল শর্মা। ছবিতে ‘ক্যাপ্টেন’ কপিলের সঙ্গে দেখা যাচ্ছে অর্চনা পূরণ সিং, কৃষ্ণা অভিষেক, কিক্কু সারদা, চন্দন প্রভাকর, ভারতী সিং এবং সুদেশ লাহিড়ি-কে।সেইসাথে সকলকে সুখবর দিয়ে তিনি ক্যাপশনে লিখেছেন ‘পুরোনো দলকে নিয়েই ফের একবার নতুনভাবে পথ চলা শুরু হল।’