• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে শনির দশা! অক্ষয় থেকে সলমন, একটা হিট ছবির আশায় কপাল ঠুকছেন এই ৫ সুপারস্টার

Published on:

Bollywood Gossip,Akshay Kumar,Salman Khan,Ayushman Khurana,Ranveer Singh,Amir Khan,বলিউড গসিপ,আমির খান,সালমান খান,অক্ষয় কুমার,আয়ুষ্মান খুরানা,Box Office Hit,Bollywood Hit,Salman Khan Last Movie,Akshay Kumar Last Movie,Amir Khan Last Movie,Bollywood Flops,Amir Khan Flops

বিনোদনের কথা শুনলেই সবার আগে মাথায় চলে আসে বলিউডের সিনেমার (Bollywood Superhit Movies) কথা। ভরপুর অ্যাকশন থেকে কমেডি, রোম্যান্স সব মিলিয়ে বলিউড সুপারস্টারদের ফ্যান গোটা দুনিয়া। আসলে শাহরুখ সালমান থেকে শুরু করে এমন অনেক অভিনেতা রয়েছেন যারা রীতিমত বক্স অফিস কাঁপিয়েছেন নিজেদের দুর্দান্ত অভিনয়ে। তবে বর্তমানে শনির দশা চলেছে বেশ কিছু তারকাদের।

আজকের প্রতিবেদনে এমন কিছু সুপারস্টারদের সম্পর্ক কথা বলব যাঁরা একসময় ছবিতে থাকলেই সেটা সুপারহিট হয়ে যেত। কিন্তু সময়ের সাথে সেই জনপ্রিয়তা অনেকটাই ফিকে হয়ে গিয়েছে। অতীতের সুপারস্টারেরা আজ একটা হিট সিনেমার জন্য চাতক পাখি হয়ে গিয়েছেন।

Akshay Kumar appologize after back to back flops admits own failure

অক্ষয় কুমার (Akshay Kumar) : বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকে ছোট থেকে বড় সবাই চেনেন। এমন কোনো চরিত্র হয়তো নেই যেটায় তিনি অভিনয় করেননি। কিন্তু জানলে অবাক হবেন বিগত কয়েক বছর একাধিক বিগ বাজেট ছবিতে কাজ করলেও সুপারহিট ছবি একটিও নয়। বরং ফ্লপের খাতায় নাম লিখিয়েছে একাধিক সিনেমা।

Aamir Khan in a state of shock after the failure of Laal Singh Chaddha

আমির খান (Amir Khan) : তারে জামিন পর, থ্রি ইডিয়টস এর মত ছবির দৌলতে মিস্টার পারফেকশনিস্ট খেতাব পেয়েছেন আমির খান। তবে বিগত কয়েক বছরে সুপারহিট তো দূর ফ্লপের খাতায় নাম লিখিয়েছে কয়েকশো কোটি বাজেটের সিনেমা। শেষ ছবি ‘লাল সিং চাড্ডা’ নিয়ে আশায় বুক বেঁধেছিলেন, কিন্তু সেটাও ফ্লপ।

Bollywood actor Ranveer Singh reveals one producer unleashed dog on him to have fun

রণবীর সিং (Ranveer Singh) : বি টাউনের হ্যান্ডসাম হিরোদের তালিকায় রণবীর সিং নামটাই যথেষ্ট। পদ্মাবত, বাজিরাও মাস্তানি, রামলীলা এর মত ছবির দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন অভিনেতা। কিন্তু শেষ কবছরে সুপারহিট ছবি নেই একটাও। বর্তমানে একটা হিট সিনেমার জন্য অপেক্ষায় আছেন তিনি।

Salman Khan starting Hotel Business in Mumbai

সালমান খান (Salman Khan) : বলিউডে সালমান খান নামটাই যথেষ্ট। যেমন ফিগার তেমনি অ্যাকশন, ভাইজান থাকলেই শতকোটি পেরোনোর গ্যারেন্টি থাকত। কিন্তু সে সব এখন অতীতের গল্প! দাবাং ষ্টার এখন একটা হিট সিনেমার জন্য অপেক্ষায়। ২০২৩ সালে রিলিজ হওয়া ‘কিসি কি ভাই কিসি কি জান’ আশানুরূপ ফল করেনি। এখন আগামী ছবি ‘টাইগার ৩’ সুপারহিট হওয়ার দিকেই তাকিয়ে সালমান খান।

আয়ুষ্মান খুরানা (Ayushman Khurana) : বলিপাড়ার আরেক পরিচত মুখ আয়ুষ্মান খুরানা। ভিকি ডোনার থেকে ড্রিম গার্ল অ্যাকশন থেকে সরে হটকে ছবির কনসেপ্টে দর্শকদের মন জিতেছিলেন অভিনেতা। কিন্তু বেশ কয়েক বছর হল সেভাবে চর্চায় নেই তিনি। তবে আশা করা হচ্ছে আসন্ন ‘ড্রিম গার্ল ২’ বক্স অফিসে ভালো ফল করবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥