• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার না ছাই! অক্ষয় কুমার থেকে করিনা, ফিল্মি কেরিয়ারে ফ্লপের সংখ্যাই বেশি এই ৫ বলি তারকার

Published on:

Akshay Kumar to Kareena Kapoor these 5 Bollywood stars gave more flops that hits

বলিউডের (Bollywood) এত বছরের ইতিহাসে বহু অভিনেতা-অভিনেত্রী এসেছেন, বহু অভিনেতা-অভিনেত্রী গিয়েছেন। হাতে গোনা কয়েকজন শিল্পীই বছরের পর বছর ধরে দর্শকদের মনে নিজেদের স্থান ধরে রাখতে পেরেছেন। আদায় করে নিয়েছেন ‘সুপারস্টার’ তকমা। তবে ‘সুপারস্টার’ মানেই তিনি যে শুধুমাত্র হিট ছবিই উপহার দিয়েছেন এমনটা কিন্তু নয়। আজকের প্রতিবেদনে বি টাউনের এমন ৫ জনপ্রিয় তারকার (Bollywood celebs) নাম তুলে ধরা হল যাদের কেরিয়ারে হিটের চেয়ে ফ্লপের (Flop) সংখ্যা বেশি।

অক্ষয় কুমার (Akshay Kumar) – গত বছরটা অক্ষয়ের জন্য একেবারেই ভালো যায়নি। ‘খিলাড়ি’র প্রত্যেকটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ‘বচ্চন পাণ্ডে’ থেকে শুরু করে ‘রাম সেতু’, ফ্লপ হয়েছিল আক্কির প্রত্যেকটি সিনেমা। জানিয়ে রাখি, বি টাউনের এই সুপারস্টার এখনও পর্যন্ত ১২০’টির বেশি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে ৬০টি ছবিই ফ্লপ।

Akshay Kumar

অজয় দেবগণ (Ajay Devgn) – ১৯৯১ সাল থেকে বলিউডে কাজ করছেন অজয়। হিট ছবি ‘ফুল অউর কাঁটে’র মাধ্যমে পথচলা শুরু হয়েছিল অভিনেতার। এরপর থেকে আর পিছন ফিরে দেখতে হয়নি তাঁকে। বহু ফ্লপ ছবি উপহার দিলেও দর্শকদের মনে নিজের স্থান ধরে রেখেছেন ‘সিংঘম’। জানিয়ে রাখি, এখনও পর্যন্ত ১০৫টি সিনেমায় কাজ করেছেন অজয়, এর মধ্যে ৫০টিরও বেশি ছবি ফ্লপ।

Ajay Devgn as Singham

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan) – ২০০০ সালে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে ডেবিউ হয়েছিল করিনার। এখনও পর্যন্ত ৫০টি ছবিতে কাজ করেছেন বেবো। এর মধ্যে ২১টি ছবিই ফ্লপ। ‘সত্যাগ্রহ’, ‘এজেন্ট বিনোদ’ থেকে শুরু করে ‘ওমকারা’ এবং হালফিলের ‘লাল সিং চাড্ডা’ প্রত্যেকটি ফ্লপ হয়েছে।

Kareena Kapoor Khan

শাহিদ কাপুর (Shahid Kapoor) – পর্দার ‘কবীর সিং’য়ের নামও এই লিস্টে রয়েছে। বলিউডের এই সুদর্শন অভিনেতা এখনও পর্যন্ত ৩০টি ছবিতে কাজ করেছেন। এর মধ্যে ১৮টি সিনেমাই ফ্লপ। শাহিদের ফ্লপ ছবির লিস্টে নাম রয়েছে ‘মৌসম’, ‘কিসমত কানেকশন’ ,’ফিদা’র মতো সিনেমার নাম।

Shahid Kapoor

ইমরান হাশমি (Emraan Hashmi) – ২০০৩ সালে ফ্লপ ছবি ‘ফুটপাথ’এর হাত ধরে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন ইমরান। বি টাউনের ‘কিসিং গড’ এখনও পর্যন্ত ৩৯টি ছবিতে কাজ করেছেন এবং এর মধ্যে ২৬টি ছবিই ফ্লপ।

Emraan Hashmi

বিশেষজ্ঞদের মতে, ইমরানের ঝুলিতে এত ফ্লপ থাকার কারণ হল তাঁকে ‘টাইপকাস্ট’ করে দেওয়া হয়েছে। আর সেই জন্যই ভিন্ন ধরণের চরিত্রে দেখা যায় না অভিনেতাকে। প্রসঙ্গত, সলমন খানের আসন্ন সিনেমা ‘টাইগার ৩’তে খলনায়কের চরিত্রে দেখা যাবে ইমরানকে। সেখানে তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥