• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বয়কটের জেরে শেষ হতে চলেছে কেরিয়ার! আমারই ভুল হয়েছে, প্রকাশ্যে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

অক্ষয় কুমারের (Akshay Kumar) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। চলতি বছর আক্কির মুক্তিপ্রাপ্ত তিন ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’এর পর ‘রক্ষা বন্ধন’ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এবার এই বছর অক্ষয়ের চতুর্থ ছবি মুক্তি পেতে চলেছে।

আগামী সেপ্টেম্বর মাসে একটি নামী ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে অক্ষয় অভিনীত ‘কাটপুতলি’ (Cuttputtli)। সুপারহিট দক্ষিণী ছবি ‘রাত শাসন’এর হিন্দি রিমেক এটি। এই ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করেছেন রাকুল প্রীত সিং, সরগুন মেহতা এবং চন্দ্রচূড় সিং। শনিবার সেই ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অক্ষয়।

   

CuttPuttli movie

সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় বলিউডের (Bollywood) বর্তমান ব্যর্থতা প্রসঙ্গে অভিনেতাকে জিজ্ঞেস করা হয়। যা শোনার পর বলিপাড়ার ব্যর্থতার যাবতীয় দায় নিজের কাঁধে তুলে নেন তিনি। অক্ষয় বলেন, ‘সিনেমাগুলি ব্যবসা করতে পারছে না। এটা আমাদের দোষ, আমার দোষ। আমায় পরিবর্তন করতে হবে। দর্শকরা কী চাইছেন আমাদের বুঝতে হবে। এখানে আমায় ছাড়া আর কাউকে দোষী করা উচিত হবে না’।

Akshay Kumar speaking

গত ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার, ভূমি পেডনেকর অভিনীত ‘রক্ষা বন্ধন’। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ছবিটি। এখনও পর্যন্ত প্রায় ৩৯ কোটি টাকা আয় করতে সক্ষম হয়েছে ছবিটি। ছবিটি মুক্তি পাওয়ার আগেই সোশ্যাল মিডিয়ায় সেটি বয়কটের ডাক দিয়েছিলেন নেটিজেনরা। সেটির প্রভাবও যে বক্স অফিস কালেকশনে পড়েছে, তা বুঝে নিতে অসুবিধা হয় না।

Raksha Bandhan Movie

‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’ এবং ‘রক্ষা বন্ধন’ ফ্লপ হওয়ার পর অক্ষয়ের যাবতীয় আশা টিকে রয়েছে ‘কাটপুতলি’র ওপর। ছবিটির ট্রেলারও দর্শকদের বেশ পছন্দ হয়েছে। ছবির নাম নিয়ে দর্শকদের মধ্যে একটু ধোঁয়াশা থাকলেও পরিচালক রঞ্জিত তিওয়ারি এই বিষয়ে যাবতীয় সন্দেহের অবসান করেছেন।

তিনি বলেন, ‘রাত শাসন ছবির দ্বারা অনুপ্রাণিত এই সিনেমা। এর নাম কোনোদিন মিশন সিন্ড্রেলা ছিল না। এর নাম চিরকাল কাটপুতলিই ছিল। আমরা মুসৌরি এবং যুক্তরাজ্যে এই ছবির শ্যুটিং করেছি। অক্ষয়ের আগামী প্রোজেক্টের নিরিখে বলা হলে, ‘কাটপুতলি’ ছাড়া ‘রাম সেতু’ এবং ‘ওএমজি ২’ এবং ‘সুরারাই পত্রু’র হিন্দি রিমেক রয়েছে। এবার দেখা যাক, বছরের শুরুটা ভালো না হলেও, অক্ষয় শেষটা ভালো করতে পারেন কিনা।