• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিট হতে শ্রীরামই ভরসা, ১০০০ কোটি পেরোবেই ‘Ram Setu’! প্রকাশ্যে অক্ষয়ের ছবির ট্রেলার, রইল ভিডিও

Published on:

Akshay Kumar starrer Ram Setu’s trailer is out now

চলতি বছর বলিউড সুপারস্টার অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত পরপর তিনটি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’এর পর ফ্লপ হয়েছে ‘রক্ষা বন্ধন’ও। এরপর ঝুঁকি না নিয়ে অভিনেতার চতুর্থ সিনেমা ‘কাটপুতলি’ ওটিটি’তে রিলিজ করে। এবার চলতি বছরের পঞ্চম সিনেমা নিয়ে আসছেন আক্কি। মঙ্গলবার প্রকাশ্যে এসেছে সেই ছবির ট্রেলার।

অক্ষয়ের চলতি বছরের পঞ্চম সিনেমার নাম ‘রাম সেতু’ (Ram Setu)। দীর্ঘ প্রতীক্ষার পর রিলিজ হতে চলেছে এই সিনেমা। সম্পূর্ণ ভিন্ন অবতারে সেখানে দেখা যাচ্ছে বলি সুপারস্টারকে। আর সেই ‘রাম সেতু’র ট্রেলার (Ram Setu trailer) দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা।

Ram Setu movie

‘রাম সেতু’র কাহিনী একজন পুরাতত্ত্ববিদ আরিয়ান কুলশ্রেষ্ঠর। সেই চরিত্রে অভিনয় করেছেন অক্ষয়। ছবিতে দেখানো হয়, আরিয়ানের কাঁধে দায়িত্ব পড়েছেন পৌরাণিক রাম সেতুর বাস্তবিক অস্তিত্ব এবং তা প্রমাণের গুরুদায়িত্ব। এরপরই আরিয়ান রাম সেতুর পৌরাণিক কিংবদন্তি এবং বিজ্ঞানের নানান কলাকৌশলের মাধ্যমে এই কাজ করতে লেগে পড়েন।

‘রাম সেতু’তে এরপর দেখানো হয়, কীভাবে বাস্তব এবং কল্পনার মধ্যে লড়াই করছেন আরিয়ান। এই কাজে নেমে তাঁকে প্রচুর লড়াইয়ের সম্মুখীনও হতে হবে। জমজমাট অ্যাকশন দৃশ্য এবং ‘রাম সেতু’র প্রায় ৭ হাজার বছর পুরনো পৌরাণিক নানান গল্পের মিশেলে তৈরি আক্কির সিনেমার ট্রেলার দেখে দর্শকদেরও বেশ ভালোলেগেছে।

Ram Setu movie trailer

জানিয়ে রাখি, অক্ষয় অভিনীত এই সিনেমা পরিচালনা করেছেন অভিষেক শর্মা। এই ছবিতে বলিউডের ‘খিলাড়ি’র সঙ্গে অভিনয় করেছেন দুই বলি সুন্দরী জ্যাকলিন ফার্নান্দেজ এবং নুসরত ভারুচ্চাও। ট্রেলারে দেখা মিলেছে তাঁদেরও।

চলতি বছরের অক্ষয়ের পঞ্চম সিনেমা আগামী ২৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। আক্কির ছবির সাথেই সেই দিন রিলিজ করবে অজয় দেবগণ, সিদ্ধার্থ মলহোত্রা, রাকুল প্রীত সিং অভিনীত ‘থ্যাঙ্ক গড’। দুই ছবির কাহিনীই ভগবানের সঙ্গে জড়িত। এবার দেখার, ‘রাম সেতু’ নাকি ‘থ্যাঙ্ক গড’- বক্স অফিসে বাজিমাত করে কোন ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥