বলিউড (Bollywood) সুপারস্টার অক্ষয় কুমারের (Akshay Kumar) সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। ব্যাক টু ব্যাক ফ্লপের পর এবার বিরাট সিদ্ধান্ত নিলেন অভিনেতার আসন্ন ছবি ‘ও মাই গড ২’র (Oh My God 2) নির্মাতারা। গত বছর আক্কির প্রত্যেকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। চলতি বছর ‘সেলফি’র হাত ধরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন অভিনেতা। কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবিও দর্শক টানতে পারেনি। বক্স অফিসে চরম ব্যর্থ হয় অক্ষয়, ইমরান হাশমি অভিনীত এই সিনেমা।
অক্ষয়ের শেষ হিট ছবি ‘সূর্যবংশী’। রোহিত শেট্টি পরিচালিত সেই সিনেমার পর অক্ষয়ের আর কোনও সিনেমা বক্স অফিসে ভালো ব্যবসা করতে পারেনি। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’র পর ব্যর্থ হয়েছে ‘সেলফি’ও। ব্যাক টু ব্যাক ফ্লপের সমস্ত দায় নিজের কাঁধে তুলে নিয়েছেন অক্ষয়। অভিনেতা সাফ জানান, দর্শকরা তাঁর ছবি দেখতে আসছেন না এর জন্য দায়ী তিনিই।
পাশাপাশি বলিউডের ‘খিলাড়ি’ এও বলেন যে দর্শকদের ফের হলমুখী করে তোলার জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন। দর্শকরা যেমন চাইছেন তেমন ছবিতে কাজ করবেন। কিন্তু অক্ষয় যাই বলুন না কেন, তাঁর আগামী ছবি ‘ও মাই গড ২’র নির্মাতারা ঝুঁকি নিতে নারাজ। শোনা যাচ্ছে, অক্ষয়ের আগামী সিনেমা নাকি থিয়েটারে রিলিজ করবেই না।
লেটসসিনেমার একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, অক্ষয় অভিনীত ‘ও মাই গড ২’ থিয়েটারে নয়, বরং সরাসরি ওটিটি (OTT) রিলিজ করানোর সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। সাম্প্রতিক অতীতে অক্ষয়ের প্রত্যেকটি ছবি যেভাবে বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, সেদিকে নজর রেখেই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর। জানা যাচ্ছে, ব্লকবাস্টার ‘ও মাই গড’এর সিক্যুয়েল জিও কিংবা ভুটে রিলিজ করবে।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ‘ও মাই গড’ ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছিল। নতুন ধরণের কনসেপ্ট নিয়ে কাজ করে প্রশংসা আদায় করেছিল দর্শকদের। অক্ষয়ের অভিনয়ও প্রত্যেকের খুব ভালোলেগেছিল। সেই জন্য যখন ‘ও মাই গড ২’র কথা ঘোষণা করা হয় তখন স্বাভাবিকভাবেই দর্শকরা প্রচণ্ড আনন্দিত হয়েছিলেন। ছবিটি ঘিরে দর্শকমহলে উত্তেজনাও ছিল দেখার মতো। এবার এই ছবিই প্রেক্ষাগৃহে রিলিজ না করে ওটিটিতে রিলিজ করবে জেনে মন খারাপ হয়ে গিয়েছে তাঁদের।
প্রসঙ্গত উল্লেখ্য, অমিত রাই পরিচালিত ‘ও মাই গড ২’ ছবিতে অক্ষয় ছাড়াও অভিনয় করছেন পঞ্চজ ত্রিপাঠি, অরুণ গোভিল এবং ইয়ামি গৌতম। ‘ও মাই গড’এর কাহিনীই সিক্যুয়েলে এগিয়ে নিয়ে যাওয়া হবে নাকি নতুন কোনও কাহিনী দেখানো হবে সেই বিষয়ে কিছু জানাননি নির্মাতারা। এই উত্তর পাওয়ার জন্য ছবির ট্রেলার রিলিজ অবধি অপেক্ষা করতে হবে দর্শকদের।