বলিউডের বিখ্যাত অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। অভিনেতার ভারতীয় সেনাবাহিনীর (Indian Army) প্রতি সর্বদাই একটা আলাদা টান কাজ করে। বলিউডের বহু ছবিতে ভারতীয় সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে অভিনয় করেছেন অক্ষয় কুমার। এমনকি সুযোগ পেলেই ভারতের সেনাবাহিনীর জন্য নানা কাজে যুক্ত হতে দেখা দিয়েছে অক্ষয় কুমারকে। এবার গোটা একটা দিন বিএসএফ (BSF) জওয়ানদের সাথে কাটালেন অভিনেতা।
বৃহস্পতিবার অর্থাৎ আজকের দিনটা কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় বিএসএফ জওয়ানদের সাথে কাটিয়েছেন অক্ষয় কুমার। জম্মু-কাশ্মীরের গুরেজ ভ্যালিতে থাকা সেনা জওয়ানদের সাথে দিন কাটিয়ে নিজের অভিজ্ঞতা ব্যক্ত করলেন অক্ষয়। সোশ্যাল মিডিয়াতে ছবি শেয়ার করে অভিনেতা জানালেন দেশের আসল হিরোদের সাথে একটা দিন কাটাতে পেরে খুব ভালো লাগল।
নিজের অফিসিয়াল টুইটার পেজে জওয়ানদের সাথে তোলা একাধিক ছবি ধরে করেছেন অভিনেতা অক্ষয় কুমার। সেনা জওয়ানদের সাথে ভলিবল খেলেছেন অক্ষয় কুমার।
Spent a memorable day with the @BSF_India bravehearts guarding the borders today. Coming here is always a humbling experience… meeting the real heroes ♥️ My heart is filled with nothing but respect. pic.twitter.com/dtp9VwSSZX
— Akshay Kumar (@akshaykumar) June 17, 2021
এছাড়াও সেনা জওয়ানদের সাথে পাঞ্জাবী ভাংরা গানে নাচেও মেতে উঠেছিলেন অভিনেতা ।সেই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর ভাইরাল হয়ে পড়েছে ইতিমধ্যেই।
#WATCH | Actor Akshay Kumar danced with BSF jawans and locals in Gurez sector of Bandipora district in Jammu and Kashmir today pic.twitter.com/PcrivjIJMW
— ANI (@ANI) June 17, 2021
সেনা জওয়ানদের সাথে ছবি শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘ দেশের সীমান্তে থাকা বির বিএসএফ জওয়ানদের সাথে আজ একটা গোটা দিন কাটালাম। এখানে আসাটা প্রতিবারই আমার কাছে খুব ভালো লাগার। আসল হিরোদের সাথে সাক্ষাৎ করতে পারি। জওয়ানদের জন্য আমার বুক শ্রদ্ধায় ভরে উঠছে ‘।
As the country is entering into the 75th year of Independence, @akshaykumar once again comes to meet the #bravehearts guarding the borders.
Here he arrives at one of the forward locations of @BSF_Kashmir on #LoC..@BSF_India @PMOIndia @HMOIndia pic.twitter.com/eI7wUj987s— BSF Kashmir (@BSF_Kashmir) June 17, 2021
এবছর স্বাধীনতার ৭৫ তম বর্ষ উৎযাপন করতে চলেছে ভারতবর্ষ। সেই উপলক্ষেই সেনা জওয়ানদের সাথে দেখা করতে হাজির হয়েচিলেন অক্ষয় কুমার। অভিনেতার কাশ্মীরের পচানোর একটি ভিডিও শেয়ার করা চলেছে বিএসএফ কাশ্মীরের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে। ভিডিওতে হেলিকপ্টার থেকে নামতে দেখা যাচ্ছে অক্ষয় কুমারকে। নামার পর তাকে ফুলের স্তবক দিয়ে স্বাগত জানানো হয়েছিল।
প্রসঙ্গত, অক্ষয় কুমারের ছবি ইতিমধ্যেই রিলিজের অপেক্ষায় রয়েছে। গতবছর থেকে শুরু করে এবছরে লকডাউনের জেরে সিনেমার রিলিজ বিশালভাবে ব্যাহত হয়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে খুব শীঘ্রই রিলিজ হবে অক্ষয় কুমারের ‘বেলবটম’ ছবিটি।