• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলিয়াকে বাস্তবে ভালোবাসেন অক্ষয় পুত্র! কিন্তু ইচ্ছে থাকলেও এই কারণে বিয়ে করতে পারবেন না

বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতাদের একজন অক্ষয় কুমার (Akshay kumar)। তার হাতে ছবির কমতি নেই। কয়েক দশক ধরে বলিউড কাঁপাচ্ছেন তিনি। এমনকী এই নতুনদের ভিড়েও আজও অক্ষয় মানেই হল হাউজফুল। ইতিমধ্যেই তাঁর আসন্ন ছবির শুটিং নিয়ে তিনি বেজায় ব্যস্ত। দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে তার দুটি হেভি ওয়েট ছবি। একটি ‘অতরাঙ্গি রে’, অন্যটি ‘সূর্যবংশী’। খুব শিগগিরই মুক্তি পাবে তার আরও একটি গুরুত্বপূর্ণ ছবি ”বচ্চন পান্ডে”।

অন্যদিকে বাবার পথই অনুসরণ করে অক্ষয় পুত্র আরভ ও বিনোদন জগতে পা রাখার প্রস্তুতি নিচ্ছেন৷ তিনিও বাবার মতোই অভিনেতাই হতে চান। ইতিমধ্যেই তার নিজস্ব পরিচয় ও তৈরি হয়েছে, সোশ্যাল মিডিয়াতেও তিনি দুর্দান্ত সক্রিয়। অন্যান্য পেশাতেও যেমন হয় তেমন এই পেশা তেও, অভিনেতা অভিনেত্রীদের সন্তানদের সাথে স্টার কিডদের বেজায় বন্ধুত্ব হয়ে যায়। একসাথে ঘুরতে যাওয়া অথবা পার্টি করা তাদের প্রতিদিনের ব্যাপার।

   

আলিয়া ভাট,আরভ,অক্ষয় কুমার,গাঙ্গুবাঈ,অক্ষয় কুমারের ছেলে,Alia bhatt,Arav,gangubai

জানা যায়, মহেশ ভাট কন্যা আলিয়া ভাট এবং অক্ষয় পুত্র আরভ ও দুজন দারুণ বন্ধু। আলিয়াকে অন্য চোখে দেখেন আরভ। তার জন্য যে আরভের মনে ভালোবাসার জায়গা আছে তা কোনোওদিন প্রকাশ করেননি আরভ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে একথা বলতে গিয়ে তিনি বলেন,” আমার ইচ্ছা ছিল আমরা বিয়ে করবো। কিন্তু তা আর কোনোওদিন সম্ভব হবেনা।”

তিনি এর কারণ হিসাবে জানান, “আলিয়ার পছন্দ রণবীর, খুব শিগগিরই ওরা বিয়েও করবে”। এই সাক্ষাৎকার ভাইরাল হওয়ার সাথে সাথেই এই বিষয়টি নিয়ে ঠাট্টা তামাশাও শুরু হয়েছে।

Alia in gangubai

এদিকে, শুরুতেই বাজিমাত করেছে আলিয়ার ছবি ‘গাঙ্গুবাই’, ইতিমধ্যেই বক্স অফিস কাঁপিয়ে ৪০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে আলিয়া ভাট অভিনীত এই বহু প্রতিক্ষীত সিনেমা। আগে ট্রেলর দেখেই আভাস মিলেছিল। আর এবার এই সিনেমার একদিনের বক্স অফিস কালেকশনই বলে দিচ্ছে হাইওয়ে, আর রাজির পর এই গাঙ্গুবাঈ সিনেমাই হতে চলেছে আলিয়ার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন সিনেমা।