চলতি বছরটা বলিউডের (Bollywood) পাশাপাশি ইন্ডাস্ট্রির খ্যাতনামা অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) জন্যেও একেবারেই ভালো যায়নি। বলি সুপারস্টারের প্রত্যেকটি ছবিই বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’এর পর আশানুরূপ ব্যবসা করতে ব্যর্থ হয়েছে ‘রাম সেতু’। সব মিলিয়ে অক্ষয়ের এখন নাজেহাল অবস্থা।
অপরদিকে বলিউডের জন্যেও সময়টা ভালো যাচ্ছে না। কোভিড পূর্ববর্তী সময়ে যে ছবিগুলি ভালো ব্যবসা করবে বলে মনে হচ্ছিল, সেগুলিই চরম ব্যর্থ হচ্ছে। সাউথের ছবি দেখতে সিনেমা হলে উপচে পড়া ভিড় হলেও, বেশিরভাগ হিন্দি সিনেমা থেকে মুখ ফিরিয়ে রেখেছেন দর্শকরা। এই পরিস্থিতিতে কীভাবে ফিরবে বলিউডের সুদিন? সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছিলেন অক্ষয় এবং সাউথ সুপারস্টার রাম চরণ।
একটি নামী সংবাদমাধ্যমের সামিটে গিয়ে বলিউডের ঘুরে দাঁড়ানোর উপায় নিয়ে মুখ খুলেছেন অক্ষয় এবং রাম চরণ। দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারের মতেই, ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজেকে বদলাতে হবে। সবটা ফের শুরু থেকে শুরু করতে হবে।
অক্ষয় বলেন, কোভিডের পর সবকিছু বদলে গিয়েছে। সেই সঙ্গেই বদলেছে দর্শকদের চাহিদাও। অভিনেতার কথায়, ‘এটা আমাদের ব্যর্থতা যে দর্শকরা সিনেমা হলে আসছেন না। ওনারা যেটা চাইছেন আমাদের সেটা দিতে হবে’। ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিন দশকেরও বেশি সময় কাটিয়ে ফেলার পর অক্ষয় উপলব্ধি করেছেন যে এবার বদল আনতে হবে।
বলিউডের ‘খিলাড়ি’র মতে, ফের নতুন করে ফিল্ম ইন্ডাস্ট্রিকে পথচলা শুরু করতে হবে। সেই কারণে কমাতে হবে সিনেমা তৈরির বাজেট। টিকিটের দামও অন্তত ৩০% থেকে ৪০% কমানোর কথা বলেন অভিনেতা। শুধু এটুকুই নয়, অভিনেতা-অভিনেত্রীদের পারিশ্রমিক কমানোর স্বপক্ষেও মুখ খোলেন তিনি।
তবে সামিটে গিয়ে শিল্পীদের পারিশ্রমিকের খাই কমানোর কথা বললেও, সম্প্রতি বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, নিজের চাহিদা অনুযায়ী পারিশ্রমিক না পাওয়ার জন্য ‘হেরা ফেরি ৩’ থেকে সরে দাঁড়িয়েছেন অক্ষয়। জানা গিয়েছে, সুপারহিট ‘ফেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবির জন্য ৯০ কোটি টাকা দাবি করেছিলেন আক্কি। নির্মাতারা তা দিতে রাজি না হওয়ায় সেই প্রোজেক্ট থেকে সরে দাঁড়ান তিনি। অক্ষয়ের স্থানে এখন কার্তিক আরিয়ানকে ‘হেরা ফেরি ৩’তে দেখা যাবে বলে জানা গিয়েছে।