• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভারতীয়দের মননে রামের আদর্শ বাঁচিয়ে রাখতে, আসছে অক্ষয়ের নতুন ছবি ‘রাম সেতু’

অসংখ্য ঝড় ঝাপটার পর অবশেষে ৯ই নভেম্বর ডিজনি হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অক্ষয়ের বহু প্রতীক্ষিত ছবি ‘লক্ষ্মী’ (Laxmi) । কিয়ারা আদভানি (Kiara advani) ও অক্ষয় (Akshay kumar) অভিনীত এই ছবি নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেট দুনিয়ায়৷ কিন্তু ছবি মুক্তির পর রীতিমতো হতাশ দর্শককূল। ছবি ঘিরে যে প্রত্যাশা বা উন্মাদনা তৈরি হয়েছিল তাতে কার্যত জল ঢেলে দিয়েছে অক্ষয়ের সিনেমা ‘লক্ষ্মী’।

এই ছবিতে হিন্দু দেবী লক্ষ্মীর অবমাননা করা হয়েছে বলে প্রতিবাদে গরজে উঠেছিলেন নেটিজেনদের একাংশ। এমনকি ‘লক্ষ্মী’ ছবিটি বয়কটেরও দাবি জানিয়েছিলেন তারা। তাই সব দিক থেকেই মুখ থুবড়ে পড়েছিল অক্ষয়ের সিনেমা ‘লক্ষ্মী’। এবার সেই হিন্দুবাদী দর্শকদের মনে ফের জায়গা করে নিতেই রাম অবতারে হাজির হচ্ছেন অক্কি।

   

আজ ভারতে দিওয়ালি। পৌরাণিক কাহিনী অনুসারে, এই দিনেই ভগবান শ্রীরাম অযোধ্যাতে ফিরে এসেছিলেন। তাদেরকে প্রদীপ দিয়ে স্বাগত জানিয়ে দীপাবলিতে আলো জ্বালানোর রীতি আছে। এবার দীপাবলিতেই সুখবর দিল অক্ষয়। এদিন অক্ষয়ের পরবর্তী সিনেমা ‘রাম সেতু’র পোস্টার রিলিজ করেন অভিনেতা। রাম সেতু শিরোনামের এই ছবির পোস্টারে অক্ষয়কে দেখা যাচ্ছে একজন ট্রাভেলার হিসাবে। পরনে তার শার্ট এবং কার্গো ট্রাউজার, কাঁধে ঝুলছে একটি ছোট্ট ব্যাগ, চুল লম্বা।তবে, ‘রামসেতু’র অস্তিত্ব কেবল একটি বিভ্রান্ত কিনা তা নিয়ে মতভেদ রয়েছে।

পোস্টারটি শেয়ার করে অক্ষয় লিখেছেন, “এই দীপাবলিতে আসুন আমরা সমস্ত ভারতীয়দের চেতনায় রাম আদর্শকে জীবিত রাখার চেষ্টা করি। আসন্ন প্রজন্মকে রামের সঙ্গে সংযুক্ত করবে এমন একটি সেতু তৈরি করি। এই বিশাল কাজটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিনীত প্রচেষ্টা – # রামসেতু। দীপাবলির শুভেচ্ছা”। কেপ অফ গুড ফিল্মস সিনেমাটি উপস্থাপন করবেন।এই ছবির পরিচালক অভিষেক শর্মা।

site