বলিউড (Bollywood) সুপারস্টার থেকে সোজা ‘ফ্লপস্টার’ হয়ে গিয়েছেন অক্ষয় কুমার (Akshay Kumar)! অভিনেতার একের পর এক ছবি মুক্তি পাচ্ছে আর সেগুলি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে। গত বছর ব্যাক টু ব্যাক ৪টি ছবি ফ্লপ হওয়ার পর আক্কি এবং তাঁর অনুরাগীরা আশা করেছিলেন নতুন বছরে ‘সেলফি’র (Selfiee) হাত ধরে হয়তো লক্ষ্মীলাভ হবে। কিন্তু কোথায় কী! রিলিজের দিনই বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে এই সিনেমা। প্রথমদিন মাত্র ৩ কোটি টাকা আয় করেছে আক্কির ছবি।
গত ২৪ ফেব্রুয়ারি রিলিজ করেছে অক্ষয় কুমার, ইমরান হাশমি অভিনীত ‘সেলফি’। ছবি মুক্তির আগেই ৩ মিনিটে ১৮৪টি সেলফি তুলে বিশ্বরেকর্ড গড়েন অক্ষয়। কিন্তু ব্যক্তিগত দিক থেকে সাফল্য পেলেও বক্স অফিসে (Box office) ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে আক্কির সিনেমা। ‘সেলফি’ নিয়ে অভিনেতার পরপর ৫টি সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে (Flop) পড়ল।
অক্ষয়ের শেষ হিট সিনেমা ছিল ‘সূর্যবংশী’। রোহিত শেট্টি পরিচালিত সেই ছবিতে অক্ষয় ছাড়াও বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল অজয় দেবগণ এবং রণবীর সিংকে। এরপর থেকে তাঁর কোনও ছবিই লাভের মুখ দেখেনি। ‘বচ্চন পাণ্ডে’, ‘সম্রাট পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’র পর অক্ষয়ের ফ্লপ ছবির লিস্টে যোগ হয়ে গিয়েছে ‘সেলফি’র নামও।
যদিও ছবি ব্যর্থ হলেও দর্শকদের দুষছেন না অক্ষয়। বরং অভিনেতার মতে, তিনিই কিছু ভুল করছেন, সেই জন্যই হয়তো দর্শকরা তাঁর সিনেমা দেখতে যাচ্ছেন না। অথবা দর্শকরা হয়তো তাঁকে অন্য কোনও ধরণের ছবিতে দেখতে চাইছেন।
অক্ষয় জানান, এর আগে তাঁর ১৬টি সিনেমা পরপর বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এরপর একবার ব্যাক টু ব্যাক ৮টি ছবি ফ্লপ হয়েছিল তাঁর। কিন্তু সেই পরিস্থিতি থেকেও ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। তাই এই বারও ঘুরে দাঁড়ানো নিয়ে আশাবাদী অভিনেতা।
বি টাউনের ‘খিলাড়ি’ বলেন, এটা একদিক থেকে খুব ভালো সংকেত। সেই সঙ্গে এও জানান, ছবি ফ্লপ হওয়ার সমস্ত দায়ভার তাঁর নিজের। সিনেমার ব্যর্থতার জন্য দর্শকদের দোষারোপ করায় বিশ্বাসী নন অভিনেতা। বরং তাঁর মতে, হতে পারে দর্শকরা তাঁর থেকে অন্য কোনও ঘরানার সিনেমা চাইছেন। আপাতত দর্শকদের চাহিদা বুঝে সেই ধরণের ছবি করাতেই মনোনিবেশ করবেন অভিনেতা। এবার দেখা যাক, এই পদক্ষেপ গ্রহণ করার পর অক্ষয়ের ভাগ্য ফেরে কিনা!