• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছবি ফ্লপ হলে হোক, টাকা পেলেই সবকিছু করতে রাজি! প্রকাশ্যে জানিয়ে দিলেন খিলাড়ি অক্ষয় কুমার

Updated on:

Akshay Kumar says he would do any film for money

বলিউডের নামী অভিনেতা অক্ষয় কুমারের (Akshay Kumar) শেষ দুই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। এবার অভিনেতা তাঁর তৃতীয় ছবির জন্য তৈরি হচ্ছেন। আগামী মাসে বড় পর্দায় মুক্তি পাবে ‘খিলাড়ি’ অভিনীত ‘রক্ষা বন্ধন’ (Raksha Bandhan) ছবিটি। এবার সেইসবের মাঝেই এক বিতর্কিত মন্তব্য করে বসলেন অক্ষয়। যা শুনে তাঁর ভক্তদের চোখ কপালে উঠেছে।

সম্প্রতি অক্ষয় বলেছেন, তাঁকে টাকা দিলে তিনি যে কোনও ধরণের সিনেমা, বিজ্ঞাপন করতে রাজি হয়ে যাবেন। তাঁর কাছে টাকাটাই সবচেয়ে বেশি জরুরী। আর অভিনেতার এই মন্তব্য শোনার পর থেকেই দর্শকদের একাংশ তাঁর বিরুদ্ধে বেশ ক্ষিপ্ত হয়েছেন। তাহলে কি কাহিনীর কোনও গুরুত্বই ‘খিলাড়ি’র কাছে নেই? তুলেছেন সেই প্রশ্নও।

Akshay Kumar

আসলে অক্ষয় যে কথাটি বলতে চেয়েছেন, অনেকে তার ভুল মানে ধরেছেন। অভিনেতা বলেন, ‘আমায় মানুষে জিজ্ঞেস করেন, আপনি বছরে এতগুলো সিনেমা কেন করেন? আমি কিন্তু জীবনে তিনটি জিনিস বুঝেছি। তা হল, কাজ, টাকা এবং কর্ম। আমি প্রচুর পরিশ্রম করি যাতে অনেক বেশি টাকা আয় করতে পারি। আমায় যে কাজের প্রস্তাব দেওয়া হয়, তাতে আমি কখনও না বলি না। যেমনই চরিত্র হোক, যেমনই অনুষ্ঠান হোক, যেমনই বিজ্ঞাপনের প্রস্তাব দেওয়া হোক আমি করি’।

অক্ষয় এরপর তাঁর এই সিদ্ধান্তের কারণ জানান। বলিউড সুপারস্টার বলেন, ‘কারণ কাজ থেকে টাকা আসে। আর আমি সেই টাকা দিয়ে ভালো কাজ করার চেষ্টা করি। তাই যত বেশি কাজ করবে, তত বেশি টাকা আয় করবে এবং সমাজকেও ততটা বেশি টাকাই ফেরত দিতে পারবে। তাই আমার মনে হয় না এতে কিছু ভুল আছে’। উল্লেখ্য, সম্প্রতি অভিনেতা বলিউডের সবচেয়ে বেশি কর দেওয়া তারকার শিরোপা অর্জন করেছেন। সেই কারণে আয়কর দফতরের তরফ থেকে তাঁকে বিশেষ ‘সম্মানপত্র’ও দেওয়া হয়েছে।

Akshay Kumar gets rewarded with a Samman Patra by Income Tax Department

‘বচ্চন পাণ্ডে’ এবং ‘সম্রাট পৃথ্বীরাজ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর এবার ভূমি পেডনেকরের বিপরীতে ‘রক্ষা বন্ধন’ ছবিতে দেখা যাবে অক্ষয়কে। আগামী ১১ আগস্ট বড় পর্দায় মুক্তি পাবে আনন্দ এল রাই পরিচালিত ছবিটি।

এরপর বলিউডের ‘খিলাড়ি’কে ‘সেলফি’ ছবিতে দেখা যাবে। আগামী বছর ২৪ ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি। অক্ষয়ের সঙ্গেই এই সিনেমায় ডায়ানা পেন্টি, ইমরান হাশমি এবং নুসরত বারুচাকেও দেখা যাবে। এই সিনেমার পর অভিনেতাকে সুরিয়া অভিনীত সুপারহিট তামিল ছবি ‘সুরারাই পত্রু’র হিন্দি রিমেকে দেখা যাবে। ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করবেন পরেশ রাওয়াল এবং রাধিকা মদন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥