দিনে দিনে বলিউডে (Bollywood) নিজের আধিপত্য বাড়াচ্ছ দক্ষিণী ছবিগুলি (South FIlms)। পুষ্পা, আরআরআর থেকে কেজিএফ ২ এর মত ছবি গোটা বিশ্বে তো বটেই হিন্দি ইন্ডাস্ট্রিতেও মোটা টাকা উপার্জন করছে। তবে এবার বলিউডের সুদিন ফেরাতে বদ্ধ পরিকর হয়েছেন সুপারস্টার অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। একেরপর এক বিগ বাজেটের ছবি ‘রাম সেতু’ (Ram Setu) নিয়ে আসছেন তিনি।
ইতিমধ্যেই ছবির ফার্স্ট লুক থেকে শুরু করে ট্রেলার ভিডিও প্রকাশ্যে এসেছে। এবছর দিওয়ালিতে রিলিজ হওয়ার কথা ছবিটির। ছবিতে ঐতিহাসিক রাম সেতু আদৌ সত্যি কি না তাঁর অনুসন্ধান করবেন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের পাশাপাশি এই ছবিতে নুসরত বারুচা থেকে জ্যাকলিন ফার্নান্ডেজকেও দেখা যাবে। ছবিটি নিয়ে বেশ আশাবাদী রয়েছেন সমস্ত অভিনেতা অভিনেত্রী থেকে পরিচালক।
গতবছর ১৮ই মার্চ ছবিটি শুটিং শুরু হয়েছিল।অযোধ্যা দিয়েই শুরু হয়েছিল ছবির শুটিং। ছবির ‘রাম সেতু’ পরিচালক অভিষেক শর্মা জানান, ছবিতে একজন আর্কিওলজিস্টের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। এই রূপে অক্ষয় কুমারকে আগে কোনোদিনই দেখেননি বলে মন্তব্য করেন তিনি। এরপর ছবির পোস্টারেও আর্কিওলজিস্টের পোশাকেই দেখা মিলেছে অক্ষয় কুমারের।
প্রায় এক বছর ধরে চলেছে ছবির শুটিং, এবছর ৩১শে জানুয়ারি ছবির শুটিং শেষ হয়ে গিয়েছে। দিওয়ালিতে রিলিজের আগে তাই খান পুরোদমে চলছে ছবির প্রচার। তবে রবার ছবি রিলিজের আগেই সুখবর পাওয়া গেল। আজকাল অনেক ছবিই ওটিটি প্লাটফর্মে রিলিজ হচ্ছে বা রিলিজ হওয়ার বেশ কিছুদিন পরে ওটিটি প্লাটফর্মে দেখা যাচ্ছে। এবার দ্বিতীয় অপশনটি বেছে নিয়েছেন ‘রাম সেতু’ পরিচালক। অর্থাৎ ছবিটি প্রথমে সিনেমা হলে রিলিজ হবে ঠিকই তবে সিনেমা হলে রিলিজের পর ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে ‘রাম সেতু’।
#RamSetu: watch Akshay Kumar in a race against time to prove the true existence of the legendary Ram Setu #PrimeVideoPresentsIndia #SeeWhereItTakesYou pic.twitter.com/iROJD5Mhdy
— prime video IN (@PrimeVideoIN) April 28, 2022
সম্প্রতি অ্যামাজন প্রাইম ভিডিও ইন্ডিয়ার (Amazon Prime Video India) অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে এই খবর মিলেছে। একটি টুইটে ‘রাম সেতু’ এর পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, ‘দেখুন অক্ষয় কুমারকে সময়ের বিপরীতে দৌড়ে কিভাবে রাম সেতুর অস্তিত্ব প্রমাণ করবেন’।
প্রসঙ্গত, দিন কয়েক আগেই পান মশলার বিজ্ঞাপনের জেরে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে পড়েছিলেন অক্ষয় কুমার। একসময় যে পান মশলা, গুটখাকে খারাপ বলতেন সেই বিমলের বিজ্ঞাপনে নিজেই হাজির অক্ষয়। টাকার জন্য এতটা নিচে কি করে নামতে পারেন! এই নিয়েই কটাক্ষ করা হয়েছিল অভিনেতাকে। তবে শেষমেশ বিজ্ঞাপনী থেকে নিজেকে সরিয়ে নিয়ে ক্ষমা চেয়ে নিয়েছেন অভিনেতা।