• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডে শোকের ছায়া, প্রয়াত অক্ষয় কুমারের মা, অভিনেতা নিজেই জানালেন মৃত্যু সংবাদ

Published on:

Akshay Kumar,অক্ষয় কুমার,Mother Aruna Bhatia,মা অরুণা ভাটিয়া,Passed Away,প্রয়াত,Condolence,শোকবার্তা,Social Media,সোশ্যাল মিডিয়া

ফের একবার শোকের ছায়া বিনোদন জগতে। আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলিউড সুপারস্টার অক্ষয় কুমারের (Akdhay Kumar) মা অরুণা ভাটিয়া (Aruna Bhatia)। এদিন ভারাক্রান্ত হৃদয়ে মায়ের মৃত্যু সংবাদ জানালেন অক্ষয় কুমার নিজে। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে পোস্ট করেছেন অক্ষয়। ইতিমধ্যেই সেই পোস্টে উপচে পড়েছে অক্ষয়ের অগণিত ভক্তদের শোকবার্তা।

এদিন সোশ্যাল মিডিয়ায় মায়ের উদ্দেশ্যে জানানো শোকবার্তায় অক্ষয় লিখেছেন ‘তিনি ছিলেন আমার সব। আজ আমি এক অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আমার মা শ্রীমতী অরুণা ভাটিয়া আজ সকালে শান্তিপূর্ণভাবে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন। এখন তিনি এক অন্য জগতে আমার বাবার সাথে মিলিত হতে পেরেছেন। আমি এবং আমার পরিবার এখন যে যন্ত্রনার মধ্যে দিয়ে যাচ্ছি তার জন্য আপনাদের প্রার্থনাকে সম্মান করি। ওম শান্তি। ‘

Akshay Kumar,অক্ষয় কুমার,Mother Aruna Bhatia,মা অরুণা ভাটিয়া,Passed Away,প্রয়াত,Condolence,শোকবার্তা,Social Media,সোশ্যাল মিডিয়া

উল্লেখ্য বেশ কিছুদিন ধরেই বয়সজনিত কারণে অসুস্থ ছিলেন অক্ষয় কুমারের মা। সম্প্রতি তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে তড়িঘড়ি ভর্তি করা হয় মুম্বাইয়ের হিরানন্দানি হাসপাতালে। সেখানে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। অন্যদিকে শুটিংয়ের কাজে লন্ডনে ছিলেন অক্ষয়। মায়ের অসুস্থতার খবর পেয়ে শুটিং ছেড়েই মুম্বাই ফিরে আসেন তিনি।

গতকালই মায়ের অসুস্থতার জন্য অগনিত ভক্তদের প্রার্থনা করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন অক্ষয়। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে তিনি লিখেছিলেন ‘আমার মায়ের স্বাস্থ্য নিয়ে আপনাদের সকলের চিন্তা দেখে আমি অভিভূত। এটা ভীষণ কঠিন সময় আমার এবং আমার পরিবারের জন্য। আপনাদের প্রত্যেকের এক একটা প্রার্থনা ভীষণ ভাবে সাহায্য করবে। ‘

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥