• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রাক্তন প্রেমিকা রবিনা ট্যান্ডনকে সম্পর্ক নিয়ে খোঁচা দিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অক্ষয় কুমার!

Published on:

বিভিন্ন সময়েই বলিউডের (Bollywood) খিলাড়ী অক্ষয় কুমারের (akshay kumar) ব্যক্তিগত সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছে। একাধিক অভিনেত্রীদের সঙ্গে নাম জড়িয়েছে তার। একথা সকলেই জানেন একসময় রবিনা ট্যান্ডনের (Raveena tandon) সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন অক্কি।

আজও রবিনা-অক্ষয়ের ‘টিপ টিপ বরসা পানি’ গানটি একইভাবে জনপ্রিয়। জানা যায়, ১৯৯৪ সালে ‘মোহরা’ ছবির সেট থেকেই অক্ষয় এবং রবিনা ঘনিষ্ঠ হতে শুরু করেন। শীঘ্রই তারা বিয়ে করবেন বলেও ঠিক করে ফেলেন। কিন্তু,শোনা যায় বাগদান হয়ে যাওয়ার পরেও তাদের সম্পর্ক ছাদনাতলা অবধি গড়ায়নি। একটি সাক্ষাৎকারে রবিনা জানিয়েছিলেন, তাদের এনগেজমেন্ট হয়ে যাওয়ার পরেও বিয়ে ভেঙে যায়।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অক্ষয়কে রবিনার সাথে সম্পর্কের ব্যাপারে জিজ্ঞেস করা হলে অদ্ভুত প্রতিক্রিয়া জানান অভিনেতা। তিনি সেই প্রশ্নকর্তাকে হাসতে হাসতে বলেন, “কাল কী খেয়েছি তাই মনে নেই ২২ বছর আগের কথা কী করে মনে রাখব”।
যদিও পরক্ষণেই পরিস্থিতি সামাল দিতে অভিনেতা জানান রবিনার সঙ্গে কাজ করা সম্মানের ব্যাপার। তারা একসাথে বহু ছবি করেছেন এবং সেগুলি হিট ও হয়েছে বক্স অফিসে।

এদিকে, অক্ষয়ের সাথে সম্পর্ক ভাঙনের বিষয়ে রবিনা একটি সাক্ষাতকারে জানিয়েছিলেন,তার সাথে সম্পর্ক থাকা সত্ত্বেও বলিউডের ‘খিলাড়ী’ লুকিয়ে শিল্পা শেঠীর সঙ্গে সম্পর্ক চালাচ্ছিলেন৷ এছাড়াও রেখার সাথেও অক্ষয়ের বেশ দহরম ছিল। আর এটাই মেনে নিতে পারেননি রবিনা। অক্ষয়ের সাথে তার সমস্ত সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হন অভিনেত্রী। পরে অক্ষয় তার কাছে ক্ষমা চাইলেও তিনি আর মুখ ফিরিয়ে তাকাননি। এখন সব ভুলে টুইঙ্কেল খান্নার সঙ্গে জমিয়ে সংসার করছেন অভিনেতা অক্ষয় কুমার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥