• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের দৌলতে ২০০০ কোটি পার সম্পত্তি! টাকার জন্য নয় ভালোলাগে বলেই কাজ করি বললেন অক্ষয় কুমার

বলিউডে খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। বছরে ৩-৫ টা ছবি অন্তত অক্ষয়ের ঝুলিতে থাকবেই। ইন্ডাস্ট্রিতে এটা অনেকেই মানবেন অক্ষয় কুমার বলিউডের ব্যস্ততম অভিনেতাদের মধ্যে একজন। এক ছবির শুটিং শেষ হতেই পরের ছবির জন্য কাজ শুরু করে দেন তিনি। আর বছরের কমপক্ষে ২-৩টি সুপারহিট ছবি তাঁর ঝুলিতে থাকেই। বলিউডের প্রথমসারির অভিনেতা হওয়ায় ইতিমধ্যেই প্রায় ২৪০০ কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন।

অনেকে মজা করে বলেন বারো মাসে তেরো পার্বণের মত ডজন খানেক সিনেমা করেন অক্ষয় কুমার। জানলে হয়তো অবাক হবেন সপ্তাহে কোনো ছুটি নেন না অভিনেতা। সোম থেকে রবি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কাজে বেরিয়ে যান তিনি। আর এটা করতে ভালোই লাগে তার। তবে নিন্দুকদের মতে টাকার লোভেই নাকি একেরপর এক ছবি করে চলেছেন অক্ষয় কুমার।

   

Akshay Kumar,Bollywood News,Bacchan Pandey,Akshay Kumar Gossip,Akshay Kumar Net Worth,Akshay Kumar Films,অক্ষয় কুমার,বললিউড গসিপ,বলিউডের খবর

রোজ কাজে যেতে পছন্দ করেন অক্ষয় কুমার (Akshay Kumar)

দেখতে দেখতে তিন দশক পেরিয়েছেন অক্ষয় কুমার বলিউডে। নিজের কাজ নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘রোজ সকালে ঘুম থেকে উঠে কাজে যেতে বেশ ভালো লাগে। হ্যাঁ, একটা টানা কাজ করলে হাতে প্রচুর কাজ থাকাটাই স্বাভাবিক। মহামারীকালেও তো পুলিশ, ডাক্তার থেকে স্বাস্থ্যকর্মী, সংবাদ মাধ্যমগুলি কাজে বেরিয়েছে। কারণ টাকা সবারই প্রয়োজন।

Akshay Kumar,Bollywood News,Bacchan Pandey,Akshay Kumar Gossip,Akshay Kumar Net Worth,Akshay Kumar Films,অক্ষয় কুমার,বললিউড গসিপ,বলিউডের খবর

এরপর টাকার জন্যই কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার কাছে সবই আছে, বেশ ভালো করেই জীবনযাপন করি। আমি আসলে টাকার জন্য নয় বরং ভালো লাগে বলে কাজ করি। যেদিন ভালো লাগবে না কাজের প্রতি আগ্রহ হারাব কাজ বন্ধ করে দেব’। তবে বর্তমানে কাজ বন্ধের কোনো প্রশ্নই নেই! কারণ অক্ষয় কুমারের এরপর এক ছবি রিলিজের অপেক্ষায় রয়েছে।

Akshay Kumar এর আসন্ন ছবি

প্রসঙ্গত, আগামী সপ্তাহেই মুক্তি পেতে চলেছে অক্ষয়ের ছবি ‘বচ্চন পান্ডে’। ছবিটি রিলিজের আগেই বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়েছিল। তবে সে সমস্ত জট এখন কেটে গেছে। এছাড়াও ‘রাম সেতু’, ‘পৃথ্বীরাজ’ ও ‘রক্ষা বন্ধন’ এর মত ছবিতেও অক্ষয় কুমারকে দেখা যাবে।