• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রজাতন্ত্র দিবসে বাজারে এল ভারতীয় গেম Fau-G ! লিঙ্ক শেয়ার করলেন অক্ষয় কুমার

Akshay Kumar Fau_g

কৃষিবলের বিরুদ্ধে আন্দোলনের কারণে ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস অন্যবারের চেয়ে একটু অন্যরকমই ছিল। এরই মাঝে ভারতীয় গেমিংয়ের বাজারে এল ‘ফৌ-জি’ (Fau-G)। তথ্যচুরির সন্দেহে ভারত থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হয় বেশ কয়েকটি চিনা অ্যাপ, যাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ‘টিকটক’ ও ‘পাবজি’। ফলে এরই মাঝে ‘মেক-ইন-ইন্ডিয়া’-র (Make In India) অংশ হিসেবেই ফৌ-জিকে সর্বসমক্ষে আনলেন বলি অভিনেতা অক্ষয় কুমার(Akshay Kumar)। নিজস্ব সোশ্যাল হ্যান্ডেলেই ফৌ-জির লিঙ্ক শেয়ার করে অনুরাগীদের বেশ চমকেই দিয়েছেন অক্ষয়!

গেমিং অনুরাগীদের মতে, ভারতে পাবজির (PUBG) বিকল্প হিসেবে লঞ্চ হল ফৌ-জি। অক্ষয় কুমার স্বয়ং জানান, “প্রজাতন্ত্র (Republic Day) দিবসে লঞ্চের পর থেকে প্লেস্টোর থেকে সরাসরি ডাউনলোড করা যাবে ফৌ-জি (FAU-G)। সূত্রের খবর, লঞ্চের পরেই নাকি অ্যাপ ডাউনলোডের জন্য প্রায় ৫ মিলিয়ন রেজিস্ট্রেশন জমা পড়ে অনলাইনে!

বলিসূত্রের খবর, আতরঙ্গি রে-এর (Atrangi Rey) শ্যুটিং নিয়ে রীতিমত কালঘাম ছুটছে অক্ষয়ের। জানা গেছে, সারা আলি খান (Sara Ali Khan) এবং দক্ষিণী সুপারস্টার ধনুষের (Dhanush) সঙ্গে দেখা যাবে অক্ষয়কে। আতরঙ্গি রে ক্রুয়ের থেকে পাওয়া খবর অনুযায়ী, শ্যুটিং চলাকালীন পরিচালক করোনায় আক্রান্ত হওয়ার দরুণ সাময়িকভাবে এই ছবির কাজ বন্ধ রয়েছে। পাশাপাশি আতরঙ্গি রে-এর আগে বচ্চন পান্ডের শ্যুটিং শেষ করে ফেলেছেন অক্ষয়।

নেট-দুনিয়ার সূত্র ধরে জানা যাচ্ছে, টেক-রিভিউয়াররা নাকি একেবারেই খুশি নন ফৌ-জিতে। কারণ হিসেবে পাবজির গেম-প্লে ও অন্যান্য বৈশিষ্ট্যকে উল্লেখ করেছেন অনেকে। সূত্রের খবর, এখনও পর্যন্ত তরোয়াল ছাড়া আর অন্য কোনো অস্ত্রই নেই ফৌ-জিতে। বন্দুক, পোশাক এবং ম্যাপের অভাব পদে পদে টের পাচ্ছেন পাবজিপ্রেমী গেমাররা, খবর এমনটাই।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥