বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা হলেন অক্ষয় কুমার (Akshay Kumar)। সারা বছরই কোনো না কোনো সিনেমার শুটিংকিংবা তার প্রচারের কাজে ব্যস্ত থাকেন খিলাড়ি। সম্প্রতি তেমনি অভিনেতা ব্যস্ত রয়েছেন তার আসন্ন সাইকোলজিক্যাল থ্রিলার ‘কাঠপুতলি’ (Cuttputlli)-র প্রমোশানের কাজে। রঞ্জিত এম তিওয়ারি পরিচালিত এই সিনেমায় অক্ষয় কুমারকে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে। এই সিনেমায় তার বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং।
হিমাচল প্রদেশের কাসৌলিতে ঘটতে থাকা একের পর এক রহস্যময় অপরাধমূলক ঘটনার উপর ভিত্তি করেই নির্মিত হয়েছে এই সিনেমা। জানা যাচ্ছে ২০১৮ সালের তামিল সিনেমা ‘রত্সান’-এর হিন্দি রিমেক এই কাঠপুতলি। আগামী মাসের শুরুতেই অর্থাৎ ২ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই সিনেমা। তবে প্রেক্ষাগৃহে নয় অক্ষয় অভিনীত এই সিনেমাটি মুক্তি পাবে ওটিটি প্লাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে।
অক্ষয় কুমারকে শেষ দেখা গিয়েছে আনন্দ এল রাই পরিচালিত ‘রক্ষা বন্ধন’ সিনেমাতে। যদিও সিনেমাটি বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল। প্রসঙ্গত ওই একই সময়ে মুক্তি পেয়েছিল আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’। যদিও দুটি ছবিই বক্স অফিসে সাফল্যের মুখ দেখেনি। সেই সময় এই দুটি সিনেমাকেই বয়কট করেছিলেন নেটিজেনরা।
এইভাবে একের পর ফ্লপ ছবিতে যখন জর্জরিত বক্স অফিস তখনই অক্ষয় ভক্তদের ঝুলিতে এল আরও একটি খুশির খবর। জানা যাচ্ছে বলিউডের অন্যতম সফল পরিচালক রাজকুমার হিরানির সাথে তার আসন্ন একটি সিনেমায় (Upcoming Movie) অভিনয় করতে চলেছেন অক্ষয় কুমার। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর অক্ষয় কুমার এবং রাজকুমার হিরানি (Rajkumar Hirani) সম্প্রতি একটি বিজ্ঞাপনের জন্য শুটিং করছিলেন।
সেখানে তারা একসাথে আড্ডায় মেতে ছিলেন।এই বিজ্ঞাপনের শুটিংয়ের সময় পরিচালক রাজকুমার হিরানি অক্ষয়ের অভিনয় দেখে ভীষণ মুগ্ধ হয়েছিলেন। প্রসঙ্গত ইতিপূর্বে বলিউডের কিং খান অর্থাৎ শাহরুখ খানও হাত মিলিয়ে ছিলেন রাজকুমার হিরানির সাথে।
একটি ভিডিও শেয়ার করে দুজনেই এই সিনেমার ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে জানিয়েছিলেন তারা। জানা যায় রাজকুমার হিরানির আসন্ন সিনেমা ‘ডানকি’-তে অভিনয় করবেন শাহরুখ খান। তার বিপরীতে দেখা যাবে বলিউড অভিনেত্রী তাপসী পান্নু।