গত রবিবার রুদ্ধশ্বাসে ফুটবল বিশ্বকাপের ফাইনাল (Football World Cup Final) ম্যাচ দেখছিল গোটা বিশ্ব। টানটান উত্তেজনা চরমে পৌঁছেছিল যখন আর্জেন্টিনা ও ফ্রান্স দুই দলেরই গোলের সংখ্যা সমান হয়ে যায়। এরপর পেনাল্টি কিক আর তাতেই এল সেই কাঙ্খিত জয় যার জন্য ৩৬ বছর অপেক্ষায় ছিলেন অগণিত মেসিভক্ত (Messi) তথা আর্জেন্টিনা সাপোর্টারেরা। বিশ্বকাপ জয়ের মত দর্শকদের মন জয় করার জন্য এবার নতুন অবতারের হাজির হতে চলেছেন অক্ষয় কুমার (Akshay Kumar)।
আসলে ২০২২ সালটা খুব একটা ভালো যায়নি বলিউড ইন্ডাস্ট্রির জন্য। বিশেষ করে অক্ষয় কুমারের জন্য তো একেবারেই ভালো নয় এই বছর। একাধিক ছবি মুক্তি পেয়েছে যার বাজেট কয়েকশো কোটি। অনেক আশা থাকলেও প্রায় সবকটিই একইভাবে মুখ থুবড়ে পড়েছে। তাই বর্তমানে আবারও একটি সুপারহিট ছবির জন্য অপেক্ষায় রয়েছেন অক্ষয়।
তবে বিশ্বকাপের সিজেনে এবার নেটপাড়ায় জোর চর্চায় উঠে এসেছেন অক্ষয় কুমার। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তর মিলেছে নেটপাড়াতেই। আসলে বলিউডের একাধিক বায়োপিকে অভিনয় করতে দেখা গিয়েছে অভিনেতাকে। কমেডি, অ্যাকশন থেকে শুরু করে প্রায় সব ধরণের চরিত্রেই বেশ সাবলীল তিনি। সেই কারণেই এবার মজার মিম বানিয়ে হাজির হয়েছে ট্রোলাররা।
Akshay Kumar preparing for Messi's Biopic pic.twitter.com/fmI4KGGegW
— Shibhhuu (@shibhhuu) December 18, 2022
সম্প্রতিকালে আর্জেন্টিনা বিশ্বকাপ জেতার পরেই একাধিক ছবি ও পোস্টের ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়। যেখানে দেখা যাচ্ছে আর্জেন্টিনার জার্সি গায়ে দাঁড়িয়ে রয়েছেন অক্ষয় কুমার। শুধু তাই নয়, তাঁর হাতে রয়েছে একটি ঘুরন্ত ফুটবল আর চোখ রয়েছে সেই বলের দিকেই। এই ছবির পাশাপাশি ভাইরাল হয়েছে ক্যাপশনও। যাতে লেখা রয়েছে শীঘ্রই মেসির বায়োপিকে দেখা যাবে অক্ষয় কুমারকে।
View this post on Instagram
যদিও গোটা বিষয়টি মিম হিসাবেই শেয়ার করা হয়েছে, তবে সোশ্যাল মিডিয়াতে হু হু করে ভাইরাল হয়েছে এই ছবি ও পোস্টার। এমনকি এক জনপ্রিয় ইউটিউবার গোল্ড ছবির পোস্টারের একটি এডিটেড ছবি শেয়ার করেছেন যেখানে টিম আর্জেন্টিনার সাথে দেখা যাচ্ছে অক্ষয়ের মুখ। আর ছবির নাম দেওয়া হয়েছে গোল, যেটি আগামী বছর ডিসেম্বরে মুক্তিপেতে চলেছে বলে উল্লেখ রয়েছে।