এখন গোটা দেশ জুড়ে দক্ষিণী সিনেমার বাজার গরম। একের পর তেলেগু সিনেমার হিন্দি রিমেকের খবরে পেজথ্রির পাতা সরগরম। এক্ষেত্রে বর্তমানে বারবার যে সিনেমার কথা ঘুরেফিরে আসছে তা হল আল্লু অর্জুন (Allu Arjun) অভিনীত বক্স অফিস হিট ‘পুষ্পা দ্য রাইজ’ (Pushpa The Rise)। গত বছরের শেষেই অর্থাৎ ডিসেম্বরের ১৭ তারিখ মুক্তির পর থেকেই একের রেকর্ড গড়ে চলেছে সুকুমার পরিচালিত এই সিনেমা।
দেশজুড়ে দক্ষিণী সিনেমার বিরাট সাফল্যের দিকে তাকিয়ে নির্মাতারা ক্রমশ ঝুঁকছেন দক্ষিণী সিনেমার হিন্দি রিমেকের দিকেই। সম্প্রতি সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি নাম। উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরেই শিরোনামে রয়েছে তামিল ব্লকবাস্টার ‘সুরারাই পোত্রু'(Soorarai Potru) -এর হিন্দি রিমেকের খবর।
মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর ইতিমধ্যেই এই সিনেমাটির মুখ্য চরিত্রের জন্য বলিউড অভিনেতা অজয় দেবগন, হৃতিক রোশন, জন আব্রাহাম এবং অক্ষয় কুমার সহ প্রথম সারির বলিউড অভিনেতাদের কথা ভাবা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণী অভিনেতা সুরিয়া অভিনীত এই চরিত্রের জন্য বলিউডের খিলাড়ি কুমার অক্ষয় কুমারের (Akshay Kumar) নাম মনোনীত করা হয়েছে।
জানা গেছে এই সিনেমার বিষয়ে গত বছর থেকেই প্রযোজকদের সাথে আলোচনা শুরু করেছিলেন অক্ষয় কুমার। তবে প্রথমে তিনি তার মৌখিক সম্মতি জানালেও সম্প্রতি নাকি আসন্ন এই প্রজেক্টে হস্তাক্ষর করে দিয়েছেন অক্ষয়। উল্লেখ্য সামনেই ইমরান হাশমির সাথে ‘সেলফি উইথ ইমরান হাসমি’ সিনেমার শুটিংয়ের কাজে ব্যস্ত থাকবেন অক্ষয়।
শোনা যাচ্ছে এই সিনেমার শুটিং শেষ করেই ‘সুরারাই পোত্রু’- র শুটিং শুরু করবেন অভিনেতা। তামিল ভাষার এই সিনেমা টি পরিচালনা করেছিলেন সুধা কোঙ্গারা প্রসাদ। জানা যাচ্ছে তিনিই হিন্দি রিমেকটিও পরিচালনা করবেন। দক্ষিণী এই সিনেমাটি আসলে এয়ার ডেকানের প্রতিষ্ঠাতা জিআর গোপীনাথের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। তিনি এমন একজন বিখ্যাত বিমান চালক যিনি সাধারণ মানুষের জন্য বিমান ভ্রমণকে আরও সাশ্রয়ী করার চেষ্টা করেছিলেন।