• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সারার ‘জঘন্য’ কবিতা শুনে মাথা ধরে গেল অক্ষয়ের! চেষ্টা চালিয়ে যেতে বললেন অভিনেত্রীকে

Published on:

এবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন সইফ কন্যা সারা আলি খান (sara ali khan) ও বলিউড (Bollywood) খিলাড়ী অক্ষয় কুমার (akshay kumar)। করোনা পরিস্থিতি খানিকটা স্বাভাবিক হতেই পুরোদমে কাজে লেগে পড়েছেন অক্কি-সারা। সম্প্রতি আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে অক্ষয়ের ছবি লক্ষী আর ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে সারা আলি খানের আসন্ন ছবি কুলি নং ওয়ানের ট্রেলার।

এবার সারা অক্ষয় দুজনেই কোমর বেঁধে তৈরি ‘অতরাঙ্গি রে’ ( Atrangi re) ছবির শুটিং এর জন্য।বলিউডে কয়েক দশক ধরে রাজ করছেন অক্ষয় কুমার। এবার তার সঙ্গেই স্ক্রীন শেয়ার করছেন উড়তি অভিনেত্রী সারা আলি খান। পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম আগ্রার তাজমহলে (Taj mahal) শ্যুটিং হচ্ছে ছবির। এদিন পর্দার পিছনের ছবির শ্যুটিং এর কিছু ভিডিও এবং ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন অক্ষয় কুমার।

Akshay kumar

সারা এই ছবি নিয়ে ইতিমধ্যেই বেশ উচ্ছ্বসিত। সোমবারই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শাহজাহানের বেশে অক্ষয়ের একটি ছবি শেয়ার করে সারা লেখেন, ‘কারণ এর থেকে বেশি অতরঙ্গি কিছু হতে পারে না। শাহজাহান নয়, ইনি মিস্টার কুমার।’ ছবিতে হাতে গোলাপ নিয়ে পোজ দিতে দেখা যায় অক্কিকে।

 

এরপরেই তাজমহল ও অক্ষয়কে নিয়ে ছন্দ মিলিয়ে একটি কবিতাও শোনান সারা। কিন্তু সেই কবিতা মোটেই ভালোলাগেনি অক্ষয়ের। বরং তিনি সাফ জানালেন জঘন‍্য কবিতা আগে কখনো শোনেননি তিনি। তবে সারাকে আরোও চেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেন অক্ষয় কুমার।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥