• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়িতে বৌ থাকতে বাইরে ফুর্তি! এভাবেই অক্ষয়-প্রিয়াঙ্কার রোমান্সের বারোটা বাজিয়েছিলেন টুইঙ্কেল

Published on:

Akshay Kumar doesn’t work with Priyanka Chopra because of Twinkle Khanna, reveals Suneel Darshan

বলিউডের অন্যতম চর্চিত জুটির মধ্যে একটি ছিল অক্ষয় কুমার (Akshay Kumar) এবং প্রিয়াঙ্কা চোপড়ার (Priyanka Chopra) জুটি। একসঙ্গে বেশ কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন দু’জনে। সেখানে তাঁদের রসায়ন ছিল দেখার মতো। অবশ্য আক্কি-প্রিয়াঙ্কার রসায়ন নাকি স্রেফ পর্দাতেই আটকে ছিল না,  তাঁর গড়িয়েছিল পর্দার বাইরে পর্যন্ত। আর একথা জানার পর দুই তারকাকে ভালো করে ‘শায়েস্তা’ করেছিলেন অভিনেতার স্ত্রী টুইঙ্কল খান্না (Twinkle Khanna)।

অক্ষয় এবং প্রিয়াঙ্কা একসঙ্গে ‘অন্দাজ’, ‘মুঝসে শাদি করোগি’, ‘অ্যায়েতরাজ’এর মতো বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় কাজ করেছেন। পর্দায় তাঁদের উষ্ণ রসায়ন দর্শকদের বেশ পছন্দ ছিল। তবে ২০০৫ সালের পর থেকে আর একসঙ্গে কাজ করতে দেখা যায়নি অক্ষয়-প্রিয়াঙ্কাকে। আর এর পিছনে নাকি হাত ছিল অভিনেতার স্ত্রী টুইঙ্কলের। সম্প্রতি বি টাউনের এই বিষয়টি ফাঁস করেছেন নামী চলচ্চিত্রকার সুনীল দর্শন (Suneel Darshan)।

Akshay Kumar Priyanka Chopra

সুনীল জানান, ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বরসাত’এ প্রিয়াঙ্কা চোপড়া এবং বিপাশা বসুর সঙ্গে কাজ করার কথা ছিল অক্ষয়ের। ‘দেশি গার্ল’এর সঙ্গে একটি রোম্যান্টিক-সেক্সি গান শ্যুটও করেছিলেন অভিনেতা। কিন্তু এরপর আচমকাই তিনি সেই ছবি থেকে সরে দাঁড়ান। পরিচালক জানান, টুইঙ্কলের কথাতেই সরে দাঁড়িয়েছিলেন আক্কি। এরপর ববি দেওলকে নেওয়া হয়।

বি টাউনের নামী পরিচালক সুনীলের কথায়, অক্ষয় এবং প্রিয়াঙ্কার রসায়ন ছিল দেখার মতো। ‘বরসাত’এর গানটিতেও কোনও অশ্লীল দৃশ্য নাম দেখিনো সত্ত্বেও সেটি খুব সেক্সি হয়েছিল। তবে এরপর প্রিয়াঙ্কা ওয়ার্ল্ড ট্যুরে চলে যান। সেখান থেকে অভিনেত্রী ফিরে আসার পর সব কিছু বদলে যায়। পরিচালক নাকি পরে জানতে পারেন যে টুইঙ্কল চাইতেন না অক্ষয় প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করুক।

Akshay Kumar Twinkle Khanna Suneel Darshan

সুনীল বলেন, ‘ততদিনে আমি ওঁর (অক্ষয়) এবং ওঁর স্ত্রীর (টুইঙ্কল) মধ্যে তৈরি হওয়া বেশ কিছু সমস্যার কথা জানতে পারি। আমায় বলা হয়েছিল ওঁর স্ত্রীর (টুইঙ্কল) প্রিয়াঙ্কার সঙ্গে সমস্যা রয়েছে’। পরিচালক এই কথা বলার পরই ফের অক্ষয় এবং প্রিয়াঙ্কার প্রেম নিয়ে চর্চা শুরু হয়েছে।

বলিউডের অন্দরের গুঞ্জন, প্রিয়াঙ্কার সঙ্গে বাড়তে থাকা ঘনিষ্ঠতার কারণে অক্ষয় এবং টুইঙ্কলের সংসারে অশান্তি ক্রমেই বাড়ছিল। পরিস্থিতি এতটাই জটিল হয়ে যায় যে, টুইঙ্কল অভিনেতাকে কথা দিতে বলেন যে তিনি আর কোনোদিন ‘দেশি গার্ল’এর সঙ্গে কাজ করবেন না। ২ বছরের ছেলে এবং নিজের সংসারের মুখের দিকে তাকিয়ে আক্কি সেই মুহূর্তে প্রিয়াঙ্কার সঙ্গে সই করা সকল ছবি বাতিল করে দেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥