• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকা ছাড়া কিচ্ছু বোঝেন না অক্ষয় কুমার! বিস্ফোরক অভিযোগ নিয়ে মুখ খুললেন খিলাড়ি

বরাবরই বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম ব্যস্ত অভিনেতার কথা উঠতেই প্রথমেই আসে অক্ষয় কুমারের (Akshay Kumar) নাম। সদ্য হোলির দিনই মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত বহু প্রতিক্ষীত সিনেমা ‘বচ্চন পান্ডে’ (Bachchan Pandey)। শুরুর দিকে অক্ষয় কুমার এবং কৃতি শ্যানন অভিনীত এই ছবিটি অনুরাগীদের মধ্যে ব্যাপক হৈ চৈ পড়ে গিয়েছিল। কিন্তু আফসোস,দেশজুড়ে ‘দ্য কাশ্মীর ফাইলস’ -এর বিরাট ‘সুনামি’ র সামনে কার্যত ভেসে গিয়েছে অক্ষয় কুমারের ‘বচ্চন পান্ডে’।

তবে সারাবছরই বলিউডের খিলাড়ি কুমারের হাতে থাকে ঠাসা কাজ। তাই এখনই আশাহত হতে নারাজ অক্ষয় ভক্তরা। তবে অনেকেই অভিনেতা অক্ষয় কুমারের বিরুদ্ধে অভিযোগ করে থাকেন তিনি টাকা ছাড়া কিচ্ছু বোঝেন না। তার জীবনের মূল মন্ত্রই নাকি টাকা। আর এই কারণেই নাকি সারাটা বছর কাজের মধ্যেই ডুবে থাকেন অক্ষয় কুমার।

   

Akshay Kumar Bacchan Pandey

শুধু তাই নয় অনেকের অভিযোগ বেশি টাকা রোজগার করার জন্যই নাকি আগুন পিছু কিছু না ভেবেই হাতের কাছে যে ছবি পান, সেটাই করেন। এমনকি বিজ্ঞাপনের ক্ষেত্রেও তাই। যে বিজ্ঞাপনের প্রস্তাব পান, সেটাই নিয়ে নেন, কাওকেই ফেরান না খিলাড়ি। সম্প্রতি এ প্রসঙ্গে সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা মুখ খুলেছেন তাঁর বিরুদ্ধে ওঠা এই ‘অভিযোগ’ প্রসঙ্গে। দেখে নেওয়া যাক ঠিক কি বলেছেন আক্কি।

এই অভিযোগ প্রসঙ্গে এদিন অক্ষয় বলেছেন, ‘আমি মন প্রাণ দিয়ে কাজ করি। যত বেশি সম্ভব কাজ করি, কারণ তাতে তত বেশি রোজগার হয়। যে প্রস্তাব আসে আমি কোনওটা ফেরাই না। যেমনই সিনেমা হোক না কেন, যেমনই চরিত্র হোক না কেন, যেমন বিজ্ঞাপন হোক না কেন— সব করি। এসব করি, তার কারণ এতে রোজগার বাড়ে। সই চেষ্টাই চালিয়ে যাই।’ তাঁর কথায়, ‘আমি খুব সাধারণ মানুষ। তিনটি কথা বুঝি আমি। কাজ করো, রোজগার করো, কর্ম করো।’

Akshay Kumar,অক্ষয় কুমার,Bollywood,বলিউড,Bachchan Paandey,বচ্চন পান্ডে

তবে শুধু নিজের জন্য নয় অক্ষয়কুমারের বছরভর বিরাট অঙ্কের অর্থ উপার্জনের পিছনেও রয়েছে এক মহৎ উদ্দেশ্য। এ প্রসঙ্গে খোদ অভিনেতা বলেছেন ‘গত কয়েক বছরে আমি সবচেয়ে বেশি ট্যাক্স দিয়েছি। তার পরে যে অর্থ থাকে, সেটির ১০ শতাংশ ভালো কাজে দান করি।’ অর্থাৎ অন্যের জন্যও রোজগার করেন তিনি। এ প্রসঙ্গে অভিনেতার আরও সংযোজন ‘আজ যদি আমি ভাবি, একটু কম কাজ করব, কম ছবি রব, কম বিজ্ঞাপন করব— তাহলে অন্য কাজে আমার টাকা দেওয়ার পরিমাণও কমে যাবে। যে কর্ম আমি করব বলে ভাবি, সেটার মাত্রাো কমবে।’