• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যতদিন যাচ্ছে ততই বাড়ছে টাকা! নতুন বছরে কয়েক কোটি দিয়ে ফ্লাট কিনলেন অক্ষয় কুমার

Published on:

Akshay Kumar,Mumbai Flat,Akshay Kumar New Flat,Mubai,অক্ষয় কুমার,অক্ষয় কুমারের নতুন ফ্ল্যাট,মুম্বাই,বলিউডের খবর,Bollywood News

বলিউডের (Bollywood) খিলাড়ি অভিনেতা অক্ষয় কুমার (Akshay Kumar)। প্রতি বছর একেরপর এক সুপার হিট ছবি উপহার দেন অভিনেতা। আর অভিনয়ের দৌলতেই কয়েকশো কোটির মালিক অক্ষয় কুমার। প্রতিবছর বছর বেড়েই চলেছে তাঁর সম্পত্তি। এমনকি করোনা কালেও সম্পত্তি ভালোই বেড়েছে। সম্প্রতি  মুম্বাইতে কোটি টাকার নতুন অ্যাপার্টমেন্ট কিনলেন অভিনেতা।

যদিও করোনা ও লকডাউনের কারণে একাধিক ছবির মুক্তি আটকে গিয়েছিল। গতবছর ডিসেম্বরে জানা গিয়েছিল অভিনেতা নিজের আন্ধেরীর অফিস বিক্রি করেছেন। প্রায় ৯ কোটি টাকায় নিজের অফিস বিক্রি করেছেন তিনি। এরপর এদিন জানা গেল পশ্চিম মুম্বাইতেই ফ্লাট কিনেছেন অভিনেতা। আর অক্ষয় কুমারের ফ্লাট মানে বুঝতেই পারছেন এলাহী ব্যাপার তো থাকবেই।

Akshay Kumar,Mumbai Flat,Akshay Kumar New Flat,Mubai,অক্ষয় কুমার,অক্ষয় কুমারের নতুন ফ্ল্যাট,মুম্বাই,বলিউডের খবর,Bollywood News

যেমনটা জানা যাচ্ছে এক দু কোটি নয় ৭.৮ কোটি টাকা দিয়ে নতুন এই ফ্লাট কিনেছেন অভিনেতা। ১৮৭৮  বর্গফুটের এই ফ্ল্যাটে আভিজাত্যে ভরপুর। যদিও থাকার জায়গার কোনো অভাব নেই অভিনেতার তবে তাঁর এলাহী বাসভবনের তালিকায় নতুন সংযোজন মুম্বাইয়ের এই ১৯ তলার ফ্ল্যাট।

প্রসঙ্গত, বর্তমানে মুম্বাইয়ের জুহুতে সমুদ্রের ধারে একটি রাজকীয় ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকেন অক্ষয় কুমার। স্ত্রী টুইঙ্কেল খান্না ও ছেলে আরভও সেখানেই থাকেন। সমুদ্রের ধারের এই অ্যাপার্টমেন্ট সত্যিই দারুণ। বাড়ি থেকেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করা যেতে পারে। অভিনেতার বাড়ির বেশ কিছু ছবিও ইন্টারনেটে ভাইরাল হয়ে পড়েছিল।

akshay kumar house

অন্দরমহলের ছবির মধ্যে দেখা গিয়েছিল জুহুর বাড়িতে একটি দারুণ সুন্দর বাগান রয়েছে যেখানে প্রকৃতি ও সবুজ গাছপালার সাথে সোফায় বসে বই পড়া থেকে সকালের জল খাবার  খেতে পছন্দ করেন অক্ষয় ও টুইঙ্কেল। এছাড়াও বাড়ির ব্যালকনি থেকে সুমুদ্রের সূর্যাস্ত দেখাটাও আলাদাই অনুভূতি এনে দেয়। যেমনটা জানা যায় প্রায় ৮০ কোটি টাকা খরচ করে এই বাড়িটি কিনেছিলেন অক্ষয় কুমার ও টুইঙ্কেল খান্না।

প্রসঙ্গত, প্রতিবছর বলিউডের সবচাইতে বেশি ছবি অক্ষয় কুমারই করেন। এছাড়াও বলিউডের সবচাইতে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যেও একজন অক্ষয় কুমার।  কিছুদিন আগে ‘সূর্যবংশী’ ছবিটি রিলিজ হয়েছিল। যা ব্যাপক হিট হয়েছিল। আর রিলিজের অল্প কিছুদিনের মধ্যেই ১০০ কোটির বক্স অফিস কালেকশন পেরিয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥