• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘খালি আমার টাকা সম্পত্তির ওপর নজর’, কপিলের জন্যই ফ্লপ হচ্ছে ছবি! প্রকাশ্যে অভিযোগ অক্ষয় কুমারের

Published on:

Akshay Kumar Blaims Kapil Sharma for Films getting Flopped video

বলিউডের খিলাড়ি (Bollywood’s Khiladi) নাম পরিচিত অক্ষয় কুমার (Akshay Kumar)। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে তিনি কতবড় খিলাড়ি সেটা প্রশ্নের মুখে। কারণ বলিউডের সবচাইতে ব্যস্ত সুপারস্টারের মধ্যে একজন তিনি। বিগত কয়েকমাসে একাধিক বিগ বাজেট  সিনেমায় অভিনয়ও করেছেন। কিন্তু দুঃখের বিষয় হল এক নাগাড়ে ফ্লপ হয়ে চলেছে সব ছবি। আর এবার ছবি ফ্লপ হওয়ার জন্য সোজা কপিল শর্মাকে (Kapil Sharma) দুষলেন অক্ষয় কুমার।

ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমারকে নিয়ে সারাবছরই চর্চা চলতে থাকে। কারণ প্রতিমাসেই প্রায় নতুন একটি ছবি রিলিজ করেন তিনি। এমনকি প্রতিটা ছবিই হিটের তালিকায় থাকত। কিন্তু ইদানিং যেন শনির প্রকোপ পড়েছে গোটা বলিউডে। অতরঙ্গি রে, বচ্চন পাণ্ডে, সম্রাট পৃথ্বীরাজ এমনকি গতমাসে মুক্তি পাওয়া রক্ষা বন্ধন সমস্ত ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে। এভাবে সমস্ত ছবি ফ্লপ হওয়ার জন্য এবার প্রকাশ্যে কপিল শর্মার নাম অভিযোগ করে বসলেন অক্ষয় কুমার।

Akshay Kumar blaims Kapil Sharma

কিন্তু হটাৎ এমন অভিযোগ কেন? কপিল শর্মা তো কমেডিয়ান হিসাবেই পরিচিত। তাছাড়া নিজের ছবির প্রোমোশনের জন্য কপিল শর্মা শোতে বছরে একাধিকবার হাজির হতেও দেখা যায় তাকে। তাহলে হটাৎ এমন অভিযোগের কারণ কি? আসলে ব্যাপারটা ঠিক তেমন নয় যেমনটা মনে হচ্ছে। সম্প্রতি রিলিজ হয়েছে অক্ষয় কুমারের নতুন ছবি  কাঠপুতলি। তবে সিনেমা হলে নয় বরং ওটিটি প্লাটফর্মে রিলিজ হয়েছে ছবিটি। আর তার প্রচারের জন্যই কপিল শর্মার শোতে হাজির হয়েছেন অভিনেতা।

সম্প্রতি অক্ষয় কুমারের সাথে কপিল শর্মার এই বিশেষ পর্বের একটি প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে চ্যানেলের পক্ষ থেকে। যা বেশ ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওতে শুরুতেই দেখা যাচ্ছে, কপিল শর্মা অক্ষয়কে প্রশ্ন করেছেন, প্রতিবছর জন্মদিনে বয়স এক বছর করে কমে যায় কি করে? এই শুনেই মুখ বেঁকিয়েছেন অক্ষয়। অভিনেতা বলেন, ‘এই লোকটা আমার সব কিছুতেই নজর দেয়। আমার সিনেমা, টাকা পয়সা সবেতেই নজর দেয়। আর এখন একটা সিনেমায় চলছে না।’

অক্ষয়ের মুখে এমন কথা শুনে হেসেই ফেলেছেন কপিল শর্মা। তবে হাসি মজার চলেই এই কথা বলেছিলেন অভিনেতা সেটা বোঝাই যাচ্ছে। এর আগে অবশ্য ছবি ফ্লপ হওয়া নিয়ে মুখ খুলেছিলেন অক্ষয় কুমার। বয়কট ও ছবির ফ্লপ হওয়া নিয়ে তিনি বলেন, ‘আমার ছবি যদি না চলে তাহলে দোষটা আমারই। আমার বোঝা উচিত দর্শকেরা কি দেখতে চাইছেন, সেই অনুযায়ী পরিবর্তন আনা।’

প্রসঙ্গত, বিগত কয়েকটি ছবি ফ্লপ হলেও অভিনেতার হাতে এখনও একাধিক ছবি রয়েছে। এবছরেই আরও দুটি বিগ বাজেট ছবি রিলিজ করতে চলেছে। যার মধ্যে একটি হল ‘রাম সেতু’, যেটা আগামী ২৪শে অক্টবর রিলিজ হবে। আরেকটি হল ‘যোদ্ধা’, এই ছবিটি ১১ই নভেম্বর রিলিজ হওয়ার কথা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥