বলিউডের খিলাড়ি হিসাবে পরিচিত অক্ষয় কুমার (Akshay Kumar)। কমেডি থেকে রোমানস্, থ্রিলার থেকে অ্যাকশন সবেতেই লাজবাব অক্ষয়। ৫৪ বছর বয়সেও তার ফিটনেস দেখে লজ্জায় পড়তে বাধ্য ফিটনেস ফ্রিকরা। শুধু তাই নয় বলিউডের সবচাইতে ব্যস্ত অভিনেতা হিসাবেও পরিচিত অক্ষয় কুমার। বলিউডের দৌলতে ১০০০ কোটির সম্পত্তি হলেও থেমে থামতে রাজি নন তিনি।
একসময় নিজেই গুটখা পান মশলা শরীরের জন্য ক্ষতিকারক বলতেন। অজয় দেবগণ থেকে শাহরুখ খান বলিউডের প্রথমসারির তারকারা পান মশলার বিজ্ঞাপনে থাকলেও তিনি এতদিন ছিলেন না। কিন্তু শেষে টাকার জন্য সেই গুটখা কোম্পানির হয়েই বিজ্ঞাপনে নামলেন অক্ষয় কুমার (Akshay Kumar in Vimal Elaichi Advertisement)। সম্প্রতি বিমল এলাইচির বিজ্ঞাপনে দেখা গিয়েছে অক্ষয় কুমারকে। নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে যায় বিজ্ঞাপনী ভিডিওটি।
বিমলের বিজ্ঞাপনে অক্ষয় কুমারকে দেখেই শুরু হয় ট্রোলিং, কটাক্ষ। সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমারের মিমে ভরে যায়। আসলে শুরু থেকে অজয় দেবগণকেই দেখা যেত বিমল এর বিজ্ঞাপনে। কিন্তু মাঝে তাঁর পান মশলা এর বিজ্ঞাপন নিয়ে সোশ্যাল মিডিয়াতে ট্রোলিং চরম উঠতে কিছুদিন সরে গিয়েছিলেন অভিনেতা। বদলে বিমলের বিজ্ঞাপনে দেখা যায় শাহরুখ খানকে। তবে সম্প্রতি নতুন বিমলের বিজ্ঞাপনে অজয় শাহরুখের সাথে অক্ষয় কুমারকে দেখেই একপ্রকার ক্ষুদ্ধ নেটিজেনরা।
নেটিজেনদের ক্ষোভ চিন্তা ফেলেছে অভিনেতাকেও। শেষমেশ নিজের ভুল স্বীকার করে সবার কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার। নিজের অফিসিয়াল টুইটারে অক্ষয় লিখেছেন, ‘আমি দুঃখিত। আমি আমার ফ্যান ও শুভচিন্তকদের কাছে ক্ষমাপ্রার্থী। বিগত কিছুদিনের আপনাদের প্রতিক্রিয়া আমায় প্রভাবিত করেছে। আমি নিজে কোনোদিন তামাক নিয়ে কোনো প্রচার করিনা আর বিমল ইলাইচির বিজ্ঞাপনের জন্য অনেকেই কষ্ট পেয়েছেন সেটাও বুঝতে পেরে দুঃখিত’।
???????? pic.twitter.com/rBMZqGDdUI
— Akshay Kumar (@akshaykumar) April 20, 2022
শুধু তাই নয় এরপর নিজেকে বিজ্ঞাপনের থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্তের কথাও জানিয়েছেন। আর এলাচের বিজ্ঞাপনের জন্য পাওয়া টাকা ভালো কাজের জন্য দান করার কথা দিয়েছেন। তবে যতদিন লিগ্যাল কন্ট্রাক্ট রয়েছে ততদিন এই নতুন বিজ্ঞাপন চলবে। ভবিষ্যতে এমন সিদ্ধান্ত নেওয়ার আগে অবশই ভাবনা চিন্তা করেই কাজ করবেন বলেও জানান এদিনের টুইটে অভিনেতা।