• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হিড়িক পড়েছে সিরিয়াল শেষের! ফুলঝুরি, উর্মির পর এবার সফর শেষ হল আরও এক চ্যানেল টপারের

টেলিভিশন জগতে এখন শেষ হচ্ছে  একের পর এক জনপ্রিয় সব বাংলা সিরিয়াল (Bengali Serial)। বদলে জায়গা করে নিচ্ছে এক ঝাঁক নতুন সিরিয়াল। তবে পুরনো সিরিয়াল শেষ হওয়ার পিছনে এখন নির্দিষ্ট কোন কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সিরিয়ালের বয়স অল্প হোক কিংবা বেশি, টিআরপি তালিকায় ভালো স্কোর হোক কিংবা খারাপ এখনকার দিনে ধোপে টিকছে না কিছুই।

তাই আজকালকার দিনে দর্শকদের পছন্দের সিরিয়াল বন্ধ হয়ে গেলে তার নির্দিষ্ট কারণ বলা খুবই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই স্টার জলসার পর্দায় বিদায় ঘন্টা বেজে গিয়েছে দুই জনপ্রিয় সিরিয়াল ‘মাধবীলতা’ এবং ‘ধূলোকণা’র। টিআরপি তালিকায় ভালো রেজাল্ট করেও আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে এই দুই জনপ্রিয় সিরিয়াল। জানা যাচ্ছে ৩০ নভেম্বরেই শেষ হয়েছে এই দুই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,কাঞ্চি,Kanchi,আকাশ আট,Akash Ath,অন্তিম পর্বেরশুটিং,Last day of Shooting

অন্যদিকে জি বাংলাতেও একের পর এক নতুন সিরিয়ালের আগমনে শেষ হয়েছে একাধিক সিরিয়ালের সফর। ইতিমধ্যেই শেষ হয়েছে ‘লালকুঠি’ এবং ‘পিলু’-র মতো সিরিয়াল আর এবার প্রমোদ গুনছেন ‘এই পথ যদি না শেষ হয়’, এবং ‘উড়ন তুবড়ি’র সিরিয়ালের অনুরাগীরা। তবে বিষয়টা এখন শুধু আর স্টার জলসা কিংবা জি বাংলার মতো প্রথম সারির চ্যানেলগুলোতেই আবদ্ধ নেই। একই ঘটনা ঘটছে বাংলা টেলিভিশনের অন্যান্য সব চ্যানেলগুলোর সাথেও।

বাংলা সিরিয়াল,Bengali Serial,কাঞ্চি,Kanchi,আকাশ আট,Akash Ath,অন্তিম পর্বেরশুটিং,Last day of Shooting

এরইমধ্যে জানা যাচ্ছে ১ ডিসেম্বর শেষ হয়েছে আকাশ ৮-এর জনপ্রিয় মেগা সিরিয়াল ‘কাঞ্চি’ (Kanchi)র অন্তিম পর্বের শুটিং (Last Day of Shooting)। কথাকলি  চক্রবর্তী এবং ফারহান ইমারোজ অভিনীত এই সিরিয়ালএকটা সময় টানা চ্যানেল টপার হয়েছিল। এই সিরিয়ালে খলনায়িকা ‘রোহিণী’র চরিত্রে দেখা যাচ্ছে আয়েশা আয়েত্রী ভট্টাচার্যকে। শেষদিনের শ্যুটিং শেষে তিনি লিখেছেন ‘সফর শেষ! কাঞ্চি শেষ হল। খুব মিস করব সকলকে। অনেক ভিলেন চরিত্র করেছি আমি, কিন্তু রোহিণী আমার কাছে সব সময় স্পেশাল হয়ে থাকবে’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,কাঞ্চি,Kanchi,আকাশ আট,Akash Ath,অন্তিম পর্বেরশুটিং,Last day of Shooting

এছাড়া এই সিরিয়ালের জনপ্রিয়  অভিনেত্রী তনুশ্রী ফেসবুকে খোলা চিঠিতে লিখেছেন- ‘ভালো সময়ের পাশাপাশি এই খারাপ সময়ে যাদের সাথে থেকে অনেক কিছু শিখতে পেরেছি, শুধু অভিনয় নয় বাস্তব জীবনেও যারা শিখিয়েছে এগিয়ে চলতে হয় কিভাবে, যাদের সব সময় জানি পাশে পাবো , যাঁদের থেকে শুধু ভালোবাসাই পেয়েছি, তাদের কাছে কৃতজ্ঞ থাকবো’।

site