• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাকিস্তান জঙ্গিস্কুলে পড়া ছাত্রকে বিয়েতে উপহার দেওয়া হল AK47! তুমুল ভাইরাল ভিডিও

Published on:

উপহার এমন একটা জিনিস যেটা দিয়ে বুঝিয়ে দেওয়া যায় মানুষটা আমার কাছে কতটা ইমপরট্যান্ট। তাই উপহার পছন্দ করার কাজটা বেশ কঠিন। কিন্তু পাকিস্তানে এই বিষয়টা বেশ সহজ। ওখানে তো সকলেরই বন্দুক দরকার হয়, তাই এবার বিয়েতেও উপহার দেওয়া হল আগ্নেয়অস্ত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল একটি ভিডিওতে দেখা গেছে, পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হচ্ছে AK47।

এই ভিডিওটি একজন পাক সাংবাদিক আদিল এহসান তার টুইটার হ্যান্ডেলে শেয়ার করা মাত্রই সকলে তাজ্জব হয়ে যায়। ভিডিওতে এক মহিলা বরের হাতে সর্বসমক্ষেই তুলে দেন AK47। আর বরও উপহার হিসেবে তা সাদরে গ্রহণ করেন। এমনকি তাদের আশেপাশের লোকজনও উপহার দেখে এতটাই উচ্ছ্বাস প্রকাশ করেন যেন মনে হয় এই পুরো ঘটনাটাই কতটা সাধারণ একটা বিষয়। সবাই যেন এসব দেখে দেখে অভ্যস্ত।

এই ভিডিওটা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফুঁসে ওঠেন ভারতীয়রা। তাদের বক্তব্য পাকিস্তানের পরিবেশটাই এমন নইলে বিয়েতে উপহার হিসেবে কখনো Ak47 দেওয়া যায়না। কিছুকিছু পাকবিদ্বেষীর দাবি পাকিস্তানের সকলেই জঙ্গী আর তাই এসব ওখানেই সম্ভব।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥