• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৫০ কোটির ব্যবসা করে বক্স অফিস কাঁপাল দক্ষিণের অজিত পবনের ছবি! এদিকে গাঙ্গুবাঈ আটকে ৪০ কোটিতেই

করোনা অবস্থা কাটিয়ে খানিকটা পরিস্থিতি স্বাভাবিক হতেই হলমুখী হয়েছে দর্শকেরা। আল্লু অর্জুনের ছবি পুষ্পা রিলিজ হওয়ার পর বলিউডের ছবির সাথে সাথে দক্ষিণের ছবি দেখার দর্শকও বেশ বেড়েছে। গত কয়েকদিনে লাগাতার হিন্দি, তেলেগু, মারাঠি বেশ কয়েকটি হেভি ওয়েট ছবি মুক্তি পেয়েছে। যেমন হিন্দিতে আলিয়া ভাটের (Alia Bhatt) ‘গাঙ্গুবাঈ কাঠিয়াবাদি’ (Gangubai Kathiawadi), তামিলে সুপারস্টার অজিত কুমার (Ajith Kumar) এর ‘ভালিমাই’ (Valimai), তেলুগু ইন্ডাস্ট্রিতে পবন কল‍্যাণের ‘ভীমলা নায়ক’ ।

একসময় বলিউডের ছবি মানেই ছিল এলাহী ব্যাপার ১০০ কোটির বক্স অফিস কালেকশন। তবে বর্তমানে দক্ষিণী ইন্ডাস্ট্রির (South Industry) রমরমা বাজার চলছে। কিছুদিন আগে রিলিজ হওয়া অল্লু অর্জুনের ছবি ‘পুষ্পা’ বলিউডের ছবিকে হার মানিয়ে রেকর্ড টাকা আয় করেছিল। বলিউড রীতিমতো থতমত খেয়ে গিয়েছিল দক্ষিণী ছবির এই বাড়বাড়ন্ত দেখে।

   

ভালিমাই,আলিয়া ভাট,গাঙ্গুবাঈ,ভীমলা নায়ক,পবন কল্যাণ,দক্ষিণ ইন্ডাস্ট্রি,valimai,alia bhatt,gangubai,paban kalyan,south industry

এরমধ্যে সঞ্জয়লীলা বনসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ’ এর উপর অনেকটাই ভরসা করেছিল বলিউডের দর্শকেরা। এবং শুরুতেই মান রক্ষাও করেছে গাঙ্গুবাঈ। শুরুতেই বাজিমাত করেছে ‘গাঙ্গুবাই’। প্রথম দিনেই বক্স অফিস কাঁপিয়ে ১০.৫ কোটি টাকার ব্যবসা করল আলিয়া ভাট অভিনীত এই বহু প্রতিক্ষীত সিনেমা।

cropped-Gangubai-Kathiawadi-Alia-Bhatt-to-Ajay-Devgan-Casting-fees.jpg

আগে ট্রেলর দেখেই আভাস মিলেছিল। আর এবার এই সিনেমার প্রথম দিনের বক্স অফিস কালেকশনই বলে দিচ্ছে হাইওয়ে, আর রাজির পর এই গাঙ্গুবাঈ সিনেমাই হতে চলেছে আলিয়ার কেরিয়ারের অন্যতম মাইলস্টোন সিনেমা।

ভালিমাই,আলিয়া ভাট,গাঙ্গুবাঈ,ভীমলা নায়ক,পবন কল্যাণ,দক্ষিণ ইন্ডাস্ট্রি,valimai,alia bhatt,gangubai,paban kalyan,south industry

কিন্তু শুরুতে ধামাকা দেখালেও পরবর্তীতে আশানুরূপ ফল করতে পারেনি গাঙ্গুবাঈ। কিন্তু শেষমেশ আর তামিল ও তেলুগু ছবির সাথে এঁটে উঠতে পারেনি আলিয়ার এই ছবি। যেমনটা জানা যাচ্ছে তামিল ছবির জগতে সর্বকালের সবথেকে বেশি ওপেনিং কালেকশন হয়েছে অজিত কুমারের ভালিমাই ছবিটির । যেটা একটা ঐতিহাসিক রেকর্ড। প্রথম দিনেই ৬২.৩৬ কোটি টাকার ব্যবসা করেছে Valimai ছবিটি। গোটা বিশ্বে চার দিনে ১৫৯.৭৫ কোটি টাকার ব‍্যবসা করেছে ‘ভালিমাই’। অন্যদিকে, পবন কল্যাণের ছবি ‘ভীমলা নায়ক’ মুক্তির দিনই ৬১ কোটি টাকা ঘরে তুলেছে। শুধু তাই নয় মুক্তির পর মাত্র ৩ দিনে গোটা বিশ্বে ১২৮ কোটি টাকার ব‍্যবসা করেছে । এদিকে আলিয়ার ছবি গাঙ্গুবাঈ ৪০ কোটিতেই আটকে।