• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিবের ভূমিকায় অজয়, নব অবতারে সইফ, আদিপুরুষের কাস্টিংয়ে চমক

Published on:

‘বাহুবলী’ সিরিজের বিশ্বব্যাপী সাফল্যের পর পুনরায় নব অবতারে দক্ষিণী অভিনেতা প্রভাস। পরিচালক ওম রাউতের পরিচালনায় সইফ-অজয় ফিরছেন নতুনভাবে। এই ৩ডি সিনেমাকে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর আলোচনা।

‘আদিপুরুষ’ সিনেমায় সইফ আলী খান ও অজয় দেবগণের চরিত্র ঘিরে বলিপাড়ায় শুরু হয়েছে শোরগোল। সোশ্যাল মিডিয়ায় আদিপুরুষের ‘ফ্যানমেড’ পোষ্টার ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে, সেই আগুনে ঘি ঢেলেছেন স্বয়ং অভিনেতারাই। ফেসবুকে তাঁদের বক্তব্য ঘিরে আগ্রহ চোখে পড়ার মত!

এর আগেই ‘তানাজি’ সিনেমায় অজয়-সইফ জুটির প্রশংসা করেছে দর্শককূল। ‘আদিপুরুষ’ সিনেমায় পুনরায় তাঁরা একসাথে। ফলে আগ্রহ বাড়ছে ফ্যানমহলে। এখনও পর্যন্ত সরাসরি কোনো বক্তব্য না রাখলেও পরিচালকের সিদ্ধান্ত আগে থেকেই ভবিষ্যদ্বাণী করে ফেলেছেন দর্শকরা।

আপাতভাবে ২০২২-এ পর্দায় আসার কথা থাকলেও এখন থেকেই বড়পর্দায় আদিপুরুষের সাফল্য ঘিরে নিশ্চিত ফ্যানরা। সূত্র বলছে, গত সেপ্টেম্বরেই আদিপুরুষের কাস্টিংয়ের জন্য সই করেছেন সইফ আলী খান। ২০২১-এ সিনেমার শ্যুটিং আরম্ভ হওয়ার কথা থাকলেও লঙ্কেশ-এর চরিত্রে সইফের অভিনয় ঘিরে ইতিমধ্যেই আশাবাদী দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥