গত বছর বয়কটের সিজনেও বক্স অফিসে ঝড় তুলেছিল সুপারস্টার অজয় দেবগণ (Ajay Devgn) অভিনীত ‘দৃশ্যম ২’ (Drishyam 2) ছবিটি। ‘বয়কট বলিউড’ ট্রেন্ডের মাঝেও হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির (Bollywood) সম্মান রক্ষা করেছিল এই ছবি। বক্স অফিসে প্রায় ৩৫০ কোটি টাকার ব্যবসা করেছিল এই সিনেমা। এবার এই ছবি এবং অজয়ের মুকুটেই জুড়ল নয়া পালক।
দক্ষিণ সুপারস্টার মোহনলাল (Mohanlal) অভিনীত ‘দৃশ্যম ২’ ছবির রিমেক অজয়ের এই সিনেমা। দক্ষিণী ভার্সনের মতো হিন্দি ভার্সনটিও বক্স অফিসে দারুণ কামাল দেখিয়েছিল। এরপর ওটিটিতে রিলিজ করার পর দর্শকমহলে ছবির জনপ্রিয়তা আরও বৃদ্ধি পায়। অজয়ের এই সিনেমা দেখার পর মুগ্ধ হয়ে যান সিনেপ্রেমী মানুষরা।
‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির এই জনপ্রিয়তার দিকে নজর রেখে এবার বিদেশেও ছবিটির রিমেক তৈরি করা হচ্ছে। সাধারণত বিদেশি ছবি থেকে রিমেক তৈরি করে বলিউড। কিন্তু এবার উল্টোটা হচ্ছে। স্বাভাবিকভাবেই এই বিষয়টি অত্যন্ত গর্বের। ‘প্যানোরমা স্টুডিও’ অজয়ের ‘দৃশ্যম ২’ প্রযোজনার দায়িত্ব সামলেছিল। বিদেশি ছবির সঙ্গেও যুক্ত থাকছে এই সংস্থা।
এখন নিশ্চয়ই ভাবছেন, কোন দেশে তৈরি করা হচ্ছে ‘দৃশ্যম ২’র রিমেক? তাহলে জানিয়ে রাখি, দক্ষিণ কোরিয়ায় তৈরি করা হচ্ছে অজয়ের ছবি রিমেক। মুখ্য চরিত্রে অভিনয় করবেন ‘স্নোপিয়ারসার’, ‘প্যারাসাইট’ খ্যাত দক্ষিণ কোরিয়ান সুপারস্টার সং কাং-হো (Song Kang-Ho)। সম্প্রতি নামী ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইট করে সকলের সঙ্গে এই খবরটি শেয়ার করেছেন।
এমনিতেই ভারতীয়দের কাছে দক্ষিণ কোরিয়ার শিল্পীরা বেশ পরিচিত। এতদিক সেদেশের একাধিক সিনেমা, ওয়েব সিরিজ ভারতে রমরমিয়ে ব্যবসা করেছে। এই প্রথমবার ভারতের কোনও ছবির রিমেক তৈরি হচ্ছে দক্ষিণ কোরিয়ায়। ভারতের প্যানোরমা স্টুডিওর সঙ্গে এই প্রোজেক্টে হাত মিলিয়েছে দক্ষিণ কোরিয়ার একটি প্রযোজনা সংস্থাও।
BIGGG NEWS… ‘DRISHYAM’ TO BE REMADE IN KOREAN LANGUAGE: PANORAMA STUDIOS – ANTHOLOGY STUDIOS MAKE OFFICIAL ANNOUNCEMENT AT CANNES… #KumarMangatPathak’s #PanoramaStudios and #AnthologyStudios announce a partnership for the remake of #Drishyam franchise in #Korea.
The official… pic.twitter.com/1kw8eRaAN6
— taran adarsh (@taran_adarsh) May 21, 2023
‘দৃশ্যম ২’র কোরিয়ান রিমেক আসার খবর ঘোষণা হওয়ার পর প্রচণ্ড আনন্দিত হয়েছে ভারতের প্রযোজক কুমার মঙ্গত পাঠক। তিনি বলেন, ‘আমাদের ‘দৃশ্যম’ কোরিয়ান ভাষায় তৈরি হচ্ছে এটা বিশ্বাস করতে পারছি না। এই প্রথম কোনও হিন্দি সিনেমার ক্ষেত্রে এমনটা হচ্ছে। এর মাধ্যমে শুধু আমাদের ছবি প্রচার হবে না, এর ফলে হিন্দি সিনেমা বিশ্ব সিনেমার মানচিত্রে আলাদা করে স্থান করে নেবে’।