• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পাঠান অতীত! ৯ বছর পর বক্স অফিসে ধামাকা করতে আসছে ‘সিংঘম ৩’, প্রকাশ্যে রিলিজ ডেট

Updated on:

Ajay Devgn, Deepika Padukone starrer Singham 3 AKA Singham Again will be release on this date

বলিউডের (Bollywood) ইতিহাসের অত্যন্ত সফল একটি ফ্র্যাঞ্চাইজি হল ‘সিংঘম’ (Singham)। রোহিত শেট্টির কপ ইউনিভার্সের প্রথম ফ্র্যাঞ্চাইজি এটি। প্রায়ই দর্শকদের মুখে ‘সিংঘম’ অজয়ের (Ajay Devgn) জনপ্রিয় সংলাপ ‘আতা মাঝি সটকলি’ শুনতে পাওয়া যায়। শীঘ্রই সুপারহিট এই ‘সিংঘম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘সিংঘম ৩’ (Singham 3) আসতে চলেছে। প্রকাশ্যে এসে গিয়েছে ছবির রিলিজ ডেট।

গত বছর সাউথ ছবির রমরমা এবং বয়কট ট্রেন্ডের সাঁড়াশি চাপে বলিউডের যখন ল্যাজেগোবরে দশা হয়েছিল তখনই ইন্ডাস্ট্রির সুদিন ফেরানোর জন্য ‘সিংঘম ৩’র কথা ঘোষণা করেছিলেন রোহিত শেট্টি (Rohit Shetty)। এরপর পরিচালক জানান, তাঁর এই ছবিতে অজয় তো থাকবেনই, সেই সঙ্গে পুলিশের চরিত্রে দেখা যাবে বলি সুন্দরী দীপিকা পাড়ুকোনকে। এবার রিলিজ ডেটও (Release date) প্রকাশ্যে এসে গেল।

Singham 3, Singham 3 release date, Singham Again

২০১৪ সালে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল ‘সিংঘম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘সিংঘম রিটার্নস’। মাঝখানে কেটে গিয়েছে ৯ বছর। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন ‘সিংঘম ৩’র জন্য। অবশেষে ঘোষিত হল সেই দিন।

পরিচালক রোহিত আগেই জানিয়েছিলেন, চলতি বছর এপ্রিল মাস নাগাদ শুরু হবে ‘সিংঘম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি ‘সিংঘম এগেইন’এর (Singham Again) শ্যুটিং। দর্শকমহলে অবশ্য ছবিটি ‘সিংঘম ৩’ নামেই জনপ্রিয়। শুধুমাত্র শ্যুটিং শুরুর দিনই নয়, কবে ছবিটি রিলিজ করবে সেই বিষয়েও বিস্তারিত তথ্য প্রকাশ্যে এসেছে।

Singham 3, Singham 3 release date, Singham Again

জানা গিয়েছে, ‘সিংঘম এগেইন’ নির্মাতারা আগামী বছর স্বাধীনতা দিবসে ছবিটি রিলিজ করার পরিকল্পনা করেছেন। সম্প্রতি জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ টুইস্ট করে এই সংবাদটি জানিয়েছেন। কারণ হিসেবে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসে রিলিজ করলে একইসঙ্গে রাখি বন্ধনের ছুটিও পাবে ‘সিংঘম ৩’। সেই কারণে এই দিনটিকে বেছে নিয়েছেন নির্মাতারা।

প্রসঙ্গত উল্লেখ্য, রোহিতের কপ ইউনিভার্সের প্রথম ছবি ‘সিংঘম’। এরপর সেই দুনিয়ায় আত্মপ্রকাশ হয় ‘সিম্বা’ এবং ‘সূর্যবংশী’র। প্রত্যেকটি ছবিই বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। এবার অপেক্ষা ‘সিংঘম ৩’ তথা ‘সিংঘম এগেইন’এর। দেখা যাক, এই ছবিটি বক্স অফিসে কেমন ব্যবসা করে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥