• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তৃতীয়বার জাতীয় পুরস্কার পেলেন সিংহম অভিনেতা অজয় দেবগন, গর্বিত খুশি স্ত্রী কাজল সহ গোটা পরিবার

Published on:

Ajay Devgn bags national award for Tanhaji, Kajol, Rohit Shetty congratulate him

বলিউড অভিনেতা অজয় দেবগণ (Ajay Devgn) যে ইন্ডাস্ট্রির অন্যতম সেরা অভিনেতা তা নিয়ে কোনও সন্দেহ নেই। একথা বারবার করে তিনি প্রমাণ করে এসেছেন। এবার ফের আরও একবার এই কথাই প্রমাণ করলেন অজয়। ‘তানহাজি’ (Tanhaji) ছবির জন্য সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার (National award) পেলেন বলিউডের ‘সিংঘম’। সেরা অভিনেতা হিসেবে অজয়ের নাম ঘোষণা হওয়ার পর থেকেই বলিউডের একাধিক তারকা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

অজয়কে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর কাছের বন্ধু এবং বলিউডের নামী পরিচালক রোহিত শেট্টি। ‘গোলমাল’, ‘সিংঘম’-সহ একাধিক ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জনে। তাঁদের সখ্যতার কথা অনুরাগীদের অজানা নয়। রোহিত লিখেছেন, ‘জখম, দ্য লেজেন্ড অফ ভগত সিং এবং এবার তানহাজি। তিনতিই জাতীয় পুরস্কার এবং একজন ব্যক্তি। অনেক শুভেচ্ছা রইল অজয় দেবগণ’।

Ajay Devgan and Rohit Shetty

অপরদিকে জাতীয় পুরস্কারের বিজেতা হিসেবে অজয়ের নাম ঘোষণা হওয়ার পর অভিনেতা নিজেও তাঁর উচ্ছ্বাস জাহির করেছেন। বলিউডের ‘সিংঘম’ লিখেছেন, ‘রাষ্ট্রীয় ফিল্ম পুরস্কার ২০২২’এ সেরা অভিনেতা হিসেবে বেছে নেওয়ায় আমি অনেকটা খুশি হয়েছি। এই নিয়ে তৃতীয়বার আমায় এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হল। ফিল্ম তানহাজির জন্য আমি এই পুরস্কার পাচ্ছি। এটা খুবই গর্বের বিষয়। আমি সবাইকে নিজের কৃতজ্ঞতা জানাই’।

স্বামী জাতীয় পুরস্কার পাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি বলিউড অভিনেত্রী কাজলও। তিনি অজয়কে শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেত্রী লিখেছেন, ‘টিম তানহাজি ৩টি জাতীয় পুরস্কার পেল। খুব খুশি এবং গর্বিত। সেরা অভিনেতা অজয় দেবগণ। সেরা জনপ্রিয় ছবি এবং সেরা কস্টিউম’।

Ajay Devgan and Kajol in Tanhaji

স্ত্রী’য়ের শুভেচ্ছাবার্তার মিষ্টি প্রত্যুত্তর দিয়েছেন অজয়। অভিনেতা লিখেছেন, ‘তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। ছবিতে তোমার উপস্থিতি এই ছবিকে আরও একটি ডাইমেনশন দিয়েছে’। উল্লেখ্য, ওম রাউত পরিচালিত এই ছবিতে অজয়ের সঙ্গে অভিনয় করেছিলেন কাজলও। এছাড়াও ছবিতে ছিলেন বলিউডের নামী অভিনেতা সইফ আলি খান।

‘তানহাজি’ বক্স অফিসে দারুণ সফল হয়েছিল। সারা বিশ্ব জুড়ে ছবিটি ভালো ব্যবসা করেছিল। অজয়, কাজল, সইফের ছবি মত ৩৬৮ কোটি টাকার ব্যবসা করেছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥