• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকা থাকলে কি না হয়! কাজলের মেয়ে নাইসার লেটেস্ট ভাইরাল ছবি দেখে হুঁশ উড়েছে নেটিজেনদের

Updated on:

Ajay Devgn and Kajol’s daughter Nysa Devgan’s transformation will bolw up your mind

অজয় দেবগণ (Ajay Devgn) এবং কাজলের (Kajol) কন্যা নাইসা (Nysa Devgan) বলিউডের জনপ্রিয়তম স্টারকিডদের মধ্যে একজন। মা-বাবা দু’জনেই যেহেতু সুপারস্টার তাই তাঁদের মেয়েদের দিকে যে সারাক্ষণ পাপারাৎজিদের নজর থাকবে তা খানিক জানা কথাই। সোশ্যাল মিডিয়ায় নিজের প্রোফাইল ‘প্রাইভেট’ করে রাখলেও বলিউডে পা রাখার আগেই নাইসার কিন্তু ভালো রকমের ফ্যান বেস রয়েছে। মাঝেমধ্যেই তাঁর নানান ছবি ভাইরাল হতে দেখা যায়।

বলিপাড়ায় ডেবিউর আগেই কাজল এবং অজয় কন্যার বেশ কিছু ফ্যান পেজও রয়েছে। সেখানেই নিয়মিত তাঁর নানান ছবি, ভিডিও শেয়ার করা হয়। সম্প্রতি যেমন নাইসার বেশ কিছু পুরনো ছবি প্রকাশ্যে এসেছে। কাজলের মেয়ের তখনকার এবং এখনকার ছবির মধ্যে আকাশপাতাল তফাৎ দেখেই হুঁশ উড়েছে নেটিজেনদের।

Nysa Devgan

সম্প্রতি নাইসা মডেলিংয়ের দুনিয়ায় পা রেখেছেন। নামী ফ্যাশান ডিজাইনার মনীশ মলহোত্রার হাত ধরে তাঁর ‘র‍্যাম্প ডেবিউ’ হয়েছে। সেখানে নিজের গ্ল্যামারাস অবতারের মাধ্যমে প্রত্যেকের মন জয় করে নিয়েছিলেন তিনি।

এরপর আবার বলিউডের এলাহি দিওয়ালি পার্টিতে অন্যান্য স্টারকিডদের সঙ্গে চুটিয়ে মজাও করতে দেখা গিয়েছে নাইসাকে। সোশ্যাল মিডিয়ায় আরিয়ান, সুহানা, সারা আলি খানদের সঙ্গে নাইসার হাসিমুখের ছবি বেশ ভাইরাল হয়েছিল। লেহেঙ্গা পরে একেবারে ঠিক স্বপ্নের মত দেখাচ্ছিল কাজল কন্যাকে।

Nysa Devgan old pictures

তবে এই ‘হট’, ‘সেক্সি’ নাইসারই যদি কয়েক বছর পুরনো ছবি দেখা হয়, তাহলে আপনিও চমকে যেতে পারেন। কারণ সেই ছবিতে একেবারেই অন্যরকম দেখতে ছিল। চোখে মোটা ফ্রেমের চশমা, স্টাইলের সঙ্গে কোনও সম্পর্ক না রাখা এক সাধারণ মেয়ের মতো লাগবে তাঁকে। আর সেই নাইসাই এখন যে কোনও বলিউড অভিনেত্রীকে গুনে গুনে দশ গোল দিতে পারবে। বলিউডে পা রাখার জন্য যে সে তৈরি তা বুঝে নিতে কোনও অসুবিধা হয় না।

Nysa Devgan transformation

প্রসঙ্গত, অজয় এবং কাজল কন্যা সিঙ্গাপুর থেকে নিজের স্কুলের পড়াশোনা সম্পূর্ণ করেছেন। এখন সুইজারল্যান্ড থেকে নিজের পড়াশোনা করছেন। তবে বলিউডের অন্দরের গুঞ্জন, শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন তিনি। এই বিষয়ে অজয় জানিয়েছেন, তাঁর মেয়ে এখনও এই বিষয়ে কিছু ঠিক করেনি। তবে নাইসা যদি অভিনেত্রী হতে চায় তাহলে তিনি এবং কাজল তাঁকে সম্পূর্ণ সমর্থন করবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥