• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের কেষ্ট অজয়! আগেও ছিল, এখনও চলছে রাসলীলা! রইল ‘সিংঘম’ অভিনেতার প্রেমিকাদের লম্বা তালিকা

Published on:

Ajay Devgan’s ex girlfriends list

বলিউডে এমন বহু অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যাঁদের ‘লাভ লাইফ’ নিয়ে প্রচুর চর্চা হয়। আর এনাদের মধ্যেই একজন হলেন বলিউড সুপারস্টার অজয় দেবগণ(Ajay Devgan)। হ্যাঁ, ঠিকই পড়ছেন। বলিপাড়ার এই নামী অভিনেতা অজয় দেবগণের প্রেম জীবন নিয়ে কিন্তু এক সময় কম চর্চা হয়নি। কাজলের সঙ্গে প্রেম থেকে শুরু করে বিয়ের পর একাধিক সম্পর্কের জড়ানো, অজয়ের ‘লাভ লাইফ’ সিনেমার থেকে কম নয়। বলিউডে বহু সুন্দরী অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। আজ অজয়ের চর্চিত প্রেমিকদের (Ex girlfriends) নাম একটু দেখে নেওয়া যাক।

তাবু (Tabu)- বলিউডের এই নামী অভিনেত্রী এখনও কুমারী। তিনি কাউকে নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেননি। তবে শোনা যায়, ‘ফুল অউর কান্টে’ ছবির সময় এই দুই তারকা অনেকটা কাছাকাছি চলে এসেছিলেন। দু’জনের মধ্যে শুরু হয়েছিল প্রেমের সম্পর্ক। অভিনেত্রী অজয়কে বিয়ে পর্যন্ত করতে চাইতেন। কিন্তু অভিনেতা তাঁকে ছেড়ে কাজলের গলায় মালা দেন। সেই ধাক্কা নাকি একেবারেই মেনে নিতে পারেননি তাবু। তাই আজও কাউকে বিয়ে করেননি।

Ajay Devgan and Tabu

করিশ্মা কাপুর (Karishma Kapoor)- নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী করিশ্মা কাপুরের সঙ্গেও জড়িয়েছিল করিশ্মার নাম। ‘সংগ্রাম’ এবং ‘জিগর’ ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল দু’জনকে। আর সেই সময়ই কাছাকাছি চলে আসেন দু’জনে। অভিনেতা নাকি প্রচণ্ড ভালোবাসতেন রণধীর কন্যাকে। করিশ্মাকে বিয়ে পর্যন্ত করতে চাইতেন তিনি। কিন্তু কেরিয়ারের ওপর ফোকাস করতে চান বলে, বিয়ের সেই প্রস্তাব নাকচ করে দেন অভিনেত্রী। এরপরই ভেঙে যায় দু’জনের সম্পর্ক।

Ajay Devgan and Karishma Kapoor

রবীনা ট্যান্ডন (Raveena Tandon)- বলিউডের ‘মস্ত মস্ত গার্ল’ হিসেবে পরিচিত রবীনার নামও অজয়ের প্রাক্তন প্রেমিকার তালিকায় রয়েছে। শোনা যায়, ‘দিলওয়ালে’ সিনেমার সময় কাছাকাছি চলে এসেছিলেন দু’জনে। তখন কাজলের সঙ্গে অভিনেতার বিয়ে হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত কাজল বিষয়টিতে হস্তক্ষেপ করেন। এরপর অজয়-রবীনার সম্পর্ক ভেঙে যায়।

Ajay Devgan and Raveena Tandon

কঙ্গনা রানাউত (Kangana Ranaut)- বিয়ের পর শুধুমাত্র রবীনার সঙ্গেই নয়, কঙ্গনার সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন অজয়। ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বই’ ছবিতে একসঙ্গে কাজ করার সূত্র ঘনিষ্ঠতা তৈরি হয়েছিলেন দুই তারকার।

Ajay Devgan and Kangana Ranaut

শোনা যায়, ছবিতে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময়ও বেশ কাছাকাছি চলে এসেছিলেন অজয়-কঙ্গনা। এরপর ফের কাজল বিষয়টিতে হস্তক্ষেপ করায় সেই সম্পর্ক ভেঙে যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥