দুদিন আগেই অর্থাৎ ১২ জানুয়ারি ছিল স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মজয়ন্তী (Birth Anniversary)। প্রতি বছরের মতো চলতি বছরেও এই বিশেষ দিনের স্মরণে গোটা দেশজুড়ে ধুমধাম করে পালন করা হয়েছে জাতীয় যুব দিবস। আর এই বিশেষ দিনে অর্থাৎ যুব দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় নিজের উদ্দেশ্যেই খোলা চিঠি লিখলেন অভিনেতা অজয় দেবগন (Ajay Devgan)।
উল্লেখ্য আজকের বলিউড সিংঘম অজয় দেবগনের যখন অভিনয় জগতে হাতখড়ি হয়েছিল তখন তার বয়স ছিল মাত্র ২০ বছর। বয়সী যুবক অজয়ের উদ্দেশে চিঠিটি লিখেছেন তিনি। সেই তরুণ বয়সের যুবক অজয়ের উদ্দেশ্যে এদিন একটি দীর্ঘ চিঠি লিখেছিলেন। সেই চিঠির শুরুতেই অভিনেতা লিখেছেন, ‘প্রিয় ২০ বছর বয়সী আমি’। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে অজয়ের এই চিঠি। নেটিজেনদের সকলেই দারুন প্রশংসা করেছেন অভিনেতার।
সাদা পাতায় ২০ বছরের তরুণ অজয়ের উদ্দেশ্যে নিজের দার্শনিক চিন্তা ভাবনা তুলে ধরে সেই পোস্টের ক্যাপশনে অভিনেতা লিখেছেন ‘জাতীয় যুব দিবসে ভাবলাম ২০ বছরের ওই যুবক অজয়কেই একটি চিঠি লিখি। আশা করি, তার ভালো লাগবে।’ চিঠিটিতে বলিউড সিংঘম লিখেছেন ‘তোমার সম্পূর্ণ অচেনা এই জগতে একজন অভিনেতা হিসেবে হাতেখড়ি হতে চলেছে তোমার।’
এরপরেই অভিনেতার নিজেকেই নিজের পরামর্শ ‘সত্যি কথা বলতে কী, ভীষণ মনখারাপ করা কিছু ‘না’ শুনতে হবে তোমায়। বাতিলও হতে হবে পরপর। পাঁচজনের থেকে একটু আলাদা এবং লাজুক হওয়া সত্বেও নিজেকে প্রমাণ করার দারুণ চেষ্টা করা সত্বেও ব্যর্থ হবে তুমি। মুখ থুবড়ে পড়বে। সমালোচকদের কড়া সমালোচনা এতটাই ধারালো হয়ে উঠবে যে নিজের উপরেই একটা সময়ে প্রশ্ন করতে শুরু করবে তুমি। সাফল্যের থেকে বেশি ব্যর্থতার স্বাদ চাখার জন্য তৈরি থেকো।’
এখানেই শেষ নয়। চিঠিতে অজয় আরও লিখেছেন ‘তবে আগেভাগে একটা সত্যি কথা বলেই ফেলি তোমাকে। এসব পেরিয়ে ধীরে ধীরে হলেও তুমি বুঝবে তোমার নিজস্বতাই তোমার সবচেয়ে বড় শক্তি। তাই একটু হোঁচট খেলেও থেমে যেও না। নিজেকে ক্রমাগত তাড়িয়ে বেড়াও। সবসময়ে নিজের নিয়মে চলো। নিজের মতো করে বেঁচো।’ এরপরেই তরুণ অজয়কে প্রবীণ অজয়ের পরামর্শ ‘ও হ্যাঁ, আর একটা কথা। পারলে একটু নাচটা শিখে নাও, অনেক কাজে আসবে। ভালোবাসা নিও, তোমারই বয়স্ক, বুদ্ধিদীপ্ত এবং আরও সুন্দর দেখতে আমি।’