• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অক্ষয়ের লক্ষ্মী বোম্বের প্রশংসা করে নেট বাসীর কটাক্ষের মুখে অজয় দেবগন

Published on:

সম্প্রতি মুক্তি পায় অক্ষয় কুমার এবং কিয়ারা কিয়ারা আদভানির ‘লক্ষ্মী বোম্ব’ ছবির ট্রেইলার। ছবিতে অক্ষয়ের ফার্স্ট লুক প্রকাশ পাওয়ার পর থেকেই এই ছবি নিয়ে নেটিজেনমহলে শুরু হয় জলঘোলা। ইতিমধ্যেই ছবির ট্রেইলার ইউটিউবে কুড়িয়েছে রেকর্ড ভিউ। কিন্তু এই ছবিতে দেবী লক্ষ্মীর অপমান করা হয়েছে বলে ক্ষোভ উগড়ে দেন নেট পাড়ার একাংশ, আবার কেউ কেউ বলেন এই সিনেমায় লাভ জিহাদকে প্রচার করা হচ্ছে।

অন্যদিকে ট্রেলার দেখেই অক্ষয় কুমারের প্রশংসায় পঞ্চমুখ অজয় দেবগন। লক্ষ্মী বোম্বের ট্রেলার প্রসঙ্গে অজয় লেখেন,” লক্ষ্মী বোম্বের ট্রেলার আমি বেশ কয়েকবার দেখেছি। এটা সত্যিই অসাধারণ। সেখানে বিভিন্ন অবতারে অক্কির অভিনয়ে আমি মুগ্ধ। ” ৯ ই নভেম্বর ছবির মুক্তির জন্য অপেক্ষা করছেন বলেও জানান অজয়।

কিন্তু এরপরেই নেটজনতার তুমুল আক্রমণের মুখে পড়তে হয় অজয় দেবগনকে। লক্ষ্মী বোম্বের প্রশংসা করায় কেউ অজয়কে বলেন দেবী লক্ষ্মীর অপমান তারা সইবেন না, কেউবা বলিউডের সাম্প্রতিক পরিস্থিতি তুলে কটুক্তি করেন তাকে। আবার কেউ বা ডাক দেন বলিউড বয়কটের।

প্রসঙ্গত বিরোধীদের দাবি, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে মুখে কুলুপ এঁটে ছিলেন অভিনেতা। এদিকে লক্ষ্মী বোম্বের প্রচারে সর্বত্র বিরাজমান তিনি। ছবি মুক্তির আগেই কোমর বেঁধে আসরে নেমে পড়েছেন তিনি। নেটপাড়ার একাংশের দাবি, নিজের স্বার্থটুকু ছাড়া কিছুই বোঝেননা অক্ষয় তাই তার থেকে এই ব্যবহারই আশা করা যায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥