• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অবশেষে সুদিন ফিরল বলিউডের, ১২ দিনেই নতুন রেকর্ড গড়ল অজয় দেবগন অভিনীত ‘দৃশ্যম ২’

Published on:

Ajay Devgan Drishyam 2 will soon hit 200 crores at Box Office making new record

চলতি বছর বলিউডের (Bollywood) একাধিক ছবি দর্শকদের ইমপ্রেস করতে ব্যর্থ হয়েছে। হাতেগোনা কয়েকটি সিনেমা বাদে ফ্লপ হয়েছে প্রত্যেকটি ছবি। আমির খান, অক্ষয় কুমারদের মতো তারকার নামও সেই লিস্টে রয়েছে। তবে ব্যতিক্রম অজয় দেবগণ (Ajay Devgn)। বছর শেষের আগেই বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। রিলিজের প্রায় দু’সপ্তাহ পরেও দর্শকরা ‘দৃশ্যম’ জ্বরেই কাবু।

রিলিজের ১২ দিন পরেও ‘দৃশ্যম ২’এর (Drishyam 2) বক্স অফিস কালেকশন দেখে বেশ বোঝা যাচ্ছে, ছবিটি আগামী কয়েকদিনেও বক্স অফিসে রাজত্ব করবে। ‘অবতার ২’ রিলিজের আগে অবধি অন্তত ছবিটি ভালো ব্যবসা করবে বলেই মত চলচ্চিত্র বিশেষজ্ঞদের।

Drishyam 2

চলতি সপ্তাহের সোম এবং মঙ্গলবারেও ‘দৃশ্যম ২’ বক্স অফিসে ভালো ব্যবসা করেছে। এই দুই দিনে ছবিটির আয় ছিল যথাক্রমে ৫.৪৪ কোটি টাকা এবং ৫.১৫ কোটি টাকা। মাত্র ১২ দিনের মধ্যেই ১৫০ কোটির গণ্ডি পেরিয়ে গিয়েছে অজয় দেবগণ, তাব্বু অভিনীত এই সিনেমা। ছবিটির বর্তমান বক্স অফিস কালেকশন এসে দাঁড়িয়েছে ১৫৪.৪৯ কোটি টাকায়। যেভাবে ছবিটি বক্স অফিসে কামাল দেখাচ্ছে, তাতে অনুমান করাই যাচ্ছে যে শীঘ্রই এই অঙ্কটা ২০০ কোটির গণ্ডি পেরিয়ে যাবে।

অপরদিকে ‘দৃশ্যম ২’এর সাফল্যের মাঝেই দর্শকদের জন্য আরও একটি সুখবর এসে গিয়েছে। শোনা গিয়েছে, ‘দৃশ্যম ৩’এর জন্য বেশি অপেক্ষা করতে হবে না তাঁদের। কারণ সাউথের ‘দৃশ্যম’এর নির্মাতারা আগেই ঘোষণা করেছেন যে ছবিটির তৃতীয় ভাগ আসতে চলেছে। এখন শোনা যাচ্ছে, সাউথের এবং বলিউডের ‘দৃশ্যম ৩’ একইসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

Drishyam 2 Hindi and South

এর কারণ হিসেবে শোনা যাচ্ছে, ‘দৃশ্যম ২’এর মালায়ালম ভার্সনটি হিন্দি বলয়ের দর্শকরা সেভাবে দেখেনি। সেই কারণেই অজয়ের ছবি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়েছে ভিড়। কিন্তু ‘দৃশ্যম ৩’এর ক্ষেত্রেও যে এমনটা হবে তা বলা যাচ্ছে না। সেক্ষেত্রে অজয়ের ছবি রিলিজের আগেই যদি সব কাহিনী জেনে যায় দর্শকরা তাহলে ছবির ফ্লপ হওয়া একপ্রকার নিশ্চিত হয়ে যাবে।

প্রসঙ্গত, ২০১৫ সালে মুক্তি পেয়েছিল অজয়ের ‘দৃশ্যম’। ২০১৩ সালে রিলিজ হওয়া একই নামের মালায়ালম ছবির রিমেক ছিল এটি। সাউথের ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মোহনলাল। এরপর ২০২১ সালে মুক্তি পায় দক্ষিণের ‘দৃশ্যম ২’। সেই ছবির অনুকরণে চলতি বছর রিলিজ হয়েছে বলিউডের ‘দৃশ্যম ২’। তবে এবার শোনা যাচ্ছে, একইদিনে রিলিজ করবে দুই ইন্ডাস্ট্রির ‘দৃশ্যম ৩’। এবার দেখা যাক শেষ পর্যন্ত সত্যিই এমনটা হয় কিনা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥