চলতি বছর হিন্দি সিনেমার জন্য একেবারেই ভালো যায়নি। বলিউড (Bollywood) সুপারস্টারদের ছবিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। আমির খান, রণবীর কাপুর, রণবীর সিং প্রত্যেকের ছবি ফ্লপ হয়েছে। অক্ষয় কুমারের তো চলতি বছরের সব ক’টি ছবি বক্স অফিসে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছে। তবে বছর শেষ হওয়ার আগেই হয়তো বলিউডের মুখে হাসি ফুটতে চলেছে।
বয়কটের সিজনেও দর্শকরা অজয় দেবগণের (Ajay Devgn) ‘দৃশ্যম ২’ (Drishyam 2) ছবির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। বিজয় সালগাঁওকার এবং তাঁর পরিবারের গল্প ফের বড়পর্দায় দেখার জন্য তর সইতে পারছিলেন না তাঁরা। আগামী ১৮ নভেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। কিন্তু রিলিজের আগেই বক্স অফিসে নতুন রেকর্ড গড়ল ‘দৃশ্যম ২’।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘দৃশ্যম’ ছবিটি দর্শকদের বেশ পছন্দ হয়েছিল। প্রত্যেক বছর ২ অক্টোবর আসলেই অনেক দর্শকের এখনও বিজয় সালগাঁওকারের কথা মনে পড়ে। সেই ছবির দ্বিতীয় পার্টের কথা যখন ঘোষণা করা হয়েছিল, তখন থেকেই দর্শকদের মধ্যে উন্মাদনা তৈরি হয়েছিল। এবার ছবির অগ্রিম বুকিংয়েও সেই চিত্রই ধরা পড়েছে।
#Drishyam2 *advance booking* status at *national chains*… NOTE: Opening Weekend ticket sales… Till Wednesday, 11 am…
⭐️ #PVR: 34,933
⭐️ #INOX: 27,375
⭐️ #Cinepolis: 14,797
⭐️ Total tickets sold: 77,105Day-wise ticket sales…
⭐️ F: 38,485
⭐️ S: 22,879
⭐️ S: 15,741— taran adarsh (@taran_adarsh) November 16, 2022
বলিউড ভিত্তিক একটি মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, পিভিআর, সিনেপলিস এবং আইনক্স- জাতীয়ভাবে এই ৩টি মাল্টিপ্লেক্স চেইনে ‘দৃশ্যম ২’এর অগ্রিম প্রায় ৮০,০০০ টিকিট বিক্রি হয়েছে। ১৬ নভেম্বর পর্যন্ত পরিসংখ্যান এটি। ছবিটি রিলিজ হতে এখনও একদিন বাকি রয়েছে। চলচ্চিত্র বিশেষজ্ঞদের অনুমান, রিলিজের আগেই এই অঙ্ক এক লাখ হয়ে যাবে। প্রসঙ্গত, এই পরিসংখ্যানের মধ্যে গত ২ অক্টোবর বিক্রি হওয়া টিকিটও যোগ করা হয়েছে। সেদিন ‘দৃশ্যম ২’ নির্মাতারা ৫০ শতাংশ ছাড়ে টিকিট বিক্রি করেছিলেন।
সম্প্রতি ‘দৃশ্যম ২’এর অগ্রিম বুকিং সংক্রান্ত তথ্য নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শেয়ার করেছেন জনপ্রিয় ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। জানিয়ে রাখি, ক্রাইম থ্রিলার জঁরের এই সিনেমা পরিচালিত করেছেন অভিষেক পাঠক। অজয় দেবগণ ছাড়াও মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তাব্বু, শ্রিয়া শরণ, অক্ষয় খান্না, রজত কাপুর, ঈশিতা দত্তের মতো শিল্পীরা।
অজয় অভিনীত ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজি জিতু জোসেফ পরিচালিত একই নামের মালায়ালাম ফ্র্যাঞ্চাইজির হিন্দি রিমেক। সাউথের দুই ছবিতেই মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন মোহনলাল। ২০২১ সালে মুক্তি পেয়েছিল দক্ষিণের ‘দৃশ্যম ২’। সেই ছবির সাফল্য দেখার পর হিন্দি ছবিরও দ্বিতীয় ভাগ আনার সিদ্ধান্ত নেন নির্মাতারা।