• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

রিলিজের আগেই রেকর্ড, ‘Drishyam 2’ ১০০ কোটি পেরোতেই দৃশ্যম ৩ নিয়ে বড় ঘোষণা পরিচালকের

চলতি বছরটা বলিউডের (Bollywood) জন্য একেবারেই ভালো যায়নি। হাতেগোনা কয়েকটি সিনেমা বাদে বাকি সবকটি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে বছর শেষের আগেই সুদিন ফেরার ইঙ্গিত দিল অজয় দেবগণ-তাব্বুর ‘দৃশ্যম ২’ (Drishyam 2)। বয়কটের সিজনেও বক্স অফিসে ঝড় তুলেছে এই সিনেমা। সেই সঙ্গেই প্রমাণ করে দিয়েছে কনটেন্ট ভালো হলে দর্শকরা চাইলেও মুখ ফিরিয়ে রাখতে পারবেন না।

‘দৃশ্যম ২’ রিলিজের আগে থেকেই ছবিটি ঘিরে দর্শকদের উত্তেজনা চরমে ছিল। রিলিজের আগের বুকিংয়েও ভালো ব্যবসার আভাস পাওয়া গিয়েছিল। অবশেষে ঠিক সেটাই হল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, মাত্র ৪ দিনেই প্রায় ৭৫ কোটি টাকা কামিয়ে ফেলেছে অজয়ের সিনেমা।

   

Ajay Devgn starrer Drishyam 2 sold huge tickets on advance booking

প্রথম ৪ দিনের ব্যবসার নিরিখে ‘দৃশ্যম ২’ পিছনে ফেলে দিয়েছে চলতি বছরের অন্যতম হিট ছবি ‘ভুল ভুলাইয়া ২’কেও। কলকাতা, দিল্লি, বেঙ্গালুরুর দর্শকদের মধ্যে ছবিটি ঘিরে ভালো উন্মাদনা দেখা গিয়েছে। তবে মুম্বইয়ের মতো চিত্র দেশের বাকি কোথাও দেখা যাচ্ছে না। ছবিটির চাহিদা এতটাই বেশি যে বাধ্য হয়ে অনেক মাল্টিপ্লেক্স মাঝরাতেও শো চালাচ্ছে।

জানা গিয়েছে, ‘দৃশ্যম ২’যে দর্শকদের মধ্যে এতখানি সাড়া ফেলবে তা ছবির নির্মাতা-কলাকুশলীরাও ভাবেননি। বিশেষত, সাউথের হিন্দি রিমেক ‘বিক্রম বেধা’ মুখ থুবড়ে পড়ার পর যেটুকু আশা ছিল সেটাও ছেড়ে দিয়েছিলেন তাঁরা। তবে চলচ্চিত্র বিশেষজ্ঞদের মতে, ‘দৃশ্যম’এর প্রথম ভাগ দেখার পর থেকে দ্বিতীয় ভাগ নিয়ে দর্শকদের মনে আগে থেকেই সুপ্ত উন্মাদনা ছিলই। রিলিজের পর সেটাই দেখা যাচ্ছে।

Ajay Devgn in Drishyam 2

পাশাপাশি ‘দৃশ্যম ২’এর দুর্দান্ত বক্স অফিস কালেকশনের মাঝেই ছবির তৃতীয় ভাগ (Drishyam 3) নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। জানা গিয়েছে, প্রযোজকরা ইতিমধ্যেই ‘দৃশ্যম ৩’ নিয়ে ভাবনাচিন্তা শুরু করে দিয়েছেন। পাশাপাশি প্রযোজকের তরফ থেকে নাকি এও জানানো হয়েছে, একইদিনে ‘দৃশ্যম ৩’ হিন্দি ও মালায়ালি ভাষায় মুক্তি পাবে।

একটি নামী সংবাদমাধ্যমে ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত এক সূত্রকে উদ্ধৃত করে লেখা হয়েছে, ‘তৃতীয় ভাগের চিন্তাভাবনা আগে থেকেই করা হচ্ছিল। ছবির দুরদন্ত বক্স অফিসে কালেকশন স্রেফ সেটিকে পোক্ত করেছে। পরিষ্কার করেই বোঝা যাচ্ছে, এই (দৃশ্যম) ফ্র্যাঞ্চাইজি দীর্ঘদিন এখানে থাকবে’।

site