• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুন্দরী হয়েই বখে গেল মেয়ে! বন্ধুদের সাথে পার্টিতে মত্ত অজয় কন্যা নাইশা, ছবি ভাইরাল নেটপাড়ায়

Published on:

Ajay Devgan daughter Nysa Devgan Party Photos viral on social Media

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা জুটি হল অজয় দেবগণ (Ajay Devgn) এবং কাজলের (Kajol) জুটি। দু’জনেই অত্যন্ত সফল তারকা। তাই স্বাভাবিকভাবেই তাঁদের নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। আর মা-বাবা যখন এত সফল তখন তাঁদের সন্তানদের নিয়ে যে চর্চা হবে তা তো জানা কথাই। অজয়-কাজলের মেয়ে নাইসাও (Nysa Devgan) তাই মাঝেমধ্যেই সংবাদমাধ্যমের শিরোনামে উঠে আসেন।

কয়েকদিন আগে যেমন কাজল নিজেই জানিয়েছিলেন, এখনই বিদেশে মেয়ে নাইসার কাছে অটোগ্রাফ চায় লোকজন। এমনকি বাস থামিয়েও তাঁর অটোগ্রাফ নেয় লোকে। অভিনয় দুনিয়ায় পা রাখার আগেই নাইসার মতো জনপ্রিয়তা খুব কম তারকাসন্তানই পান।

Nysa Devgan,Ajay Devgn,Nysa Devgan partying,Nysa Devgan boyfriend,Bollywood,entertainment,নাইসা দেবগণ,অজয় দেবগণ,নাইসা দেবগণ বয়ফ্রেন্ড,বলিউড,বিনোদন

আসলে বিনোদন দুনিয়ায় পা না রাখলেও নাইসা সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। ইতিমধ্যেই তাঁর বেশ কিছু ফ্যান পেজও তৈরি হয়ে গিয়েছে। সেখানে তাঁর ছবি, ভিডিও ভাইরাল হতেই থাকে। সম্প্রতি যেমন বয়ফ্রেন্ডের সঙ্গে অজয় কন্যার বেশ কিছু ছবি ভাইরাল হয়েছে যা দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের।

এমনিতেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে তারকাদের ব্যক্তিগত জীবনের নানান মুহূর্তের ছবি কোনও না কোনও ভাবে ফাঁস হয়েই যায়। নাইসার ক্ষেত্রে এমনটা বহুবার হয়েছে। বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া থেকে শুরু করে পার্টি করা- অতীতে নাইসার বহু ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার যেমন বয়ফ্রেন্ডের সঙ্গে ছোট পোশাকে পার্টি করার কিছু ছবি ভাইরাল হয়েছে।

Nysa Devgan boyfriend

ছবিগুলি অবশ্য সাম্প্রতিক সময়ের নয়, বরং বেশ কয়েকমাস পুরনো। গায়িকা কনিকা কাপুর যখন লন্ডনে নিজের রিসেপশনের আয়োজন করেছিলেন, সেই সময়কার ছবি এগুলি। সেই পার্টিতেই নাইসা গোলাপি রঙের একটি বডিকন ড্রেস পরে গিয়েছিলেন। বেশ সেক্সি দেখাচ্ছিল তাঁকে। সেই ছবিগুলি দেখেই হুঁশ উড়েছে নেটিজেনদের।

Nysa Devgan boyfriend, Nysa Devgan bold, Nysa Devgan partying

কনিকার রিসেপশন পার্টির জন্য নাইসা গোলাপি রঙের বডিকন ড্রেসের সঙ্গে হাই হিলের জুতো পরেছিলেন। সঙ্গে করেছিলেন অল্প মেক আপ। শরীরের সঙ্গে আটোসাটো ডিপ নেক সেই ড্রেসে দৃশ্যমান ছিল নাইসার ক্লিভেজ। সব মিলিয়ে বেশ মোহময়ী দেখাচ্ছিল অজয় কন্যাকে। ভাইরাল ছবিতে নাইসার পাশেই আবার দেখা মিলেছিল তাঁর চর্চিত বয়ফ্রেন্ডের। সম্প্রতি নেটদুনিয়ায় ঘোরাফেরা করছে সেই ছবিগুলি। নেটিজেনরা অজয় কন্যার স্টাইল স্টেটমেন্টের ভূয়সী তারিফ করেছে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥