• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০ কোটির প্রাইভেট জেট, ৬০ কোটির বাংলো! অজয় দেবগণ কাজল রাজার হালে থাকেন, দেখুন ছবি

Published on:

অজয় দেবগণ,সম্পত্তি,অজয় দেবগণের সম্পত্তি,বলিউড,কাজল,প্রাইভেট জেট,গাড়ি,Ajay devgan,kajol,private zet,private jet,Bollywood

বলিউডের অন্যতম সেরা অভিনেতা অজয় দেবগনের কোনো পরিচয়ের প্রয়োজন নেই কারণ তিনি তার পাওয়ার-প্যাক পারফরম্যান্স দিয়ে বলিউডে নিজের নাম তৈরি করেছেন। আচ্ছা, এটা বলা যেতে পারে যে অভিনেতা তার সমস্ত প্রতিভা তার প্রয়াত পিতা বীরু দেবগনের কাছ থেকে অর্জন করেছেন, যিনি একজন অ্যাকশন কোরিওগ্রাফার এবং একজন চলচ্চিত্র পরিচালক ছিলেন। ভারতীয় চলচ্চিত্র শিল্পে অ্যাকশন এবং মারামারির দৃশ্যকে নতুনভাবে সংজ্ঞায়িত করে, ৮০ টিরও বেশি ছবিতে বীরু দেবগনের অবদান অবিস্মরণীয়।

বাবার ধারা বজায় রেখে অজয় দেবগণ ও বলিউডে বেশ পোক্ত জায়গা করে নিয়েছেন। তার অ্যাকশন এবং ডায়লগ আজও দর্শকদের বেজায় পছন্দের। অজয় দেবগণ আজ আর শুধু অভিনেতা নন তিনি একজন সফল প্রযোজক ও বটে৷ তিনি বলিউডের সফল অভিনেত্রী কাজলের স্বামীও বটে৷ আর নিজেদের ধকে তারা এখন কোটি কোটি টাকার মালিক।

অজয় দেবগণ,সম্পত্তি,অজয় দেবগণের সম্পত্তি,বলিউড,কাজল,প্রাইভেট জেট,গাড়ি,Ajay devgan,kajol,private zet,private jet,Bollywood

আজ Bong Trend এর পর্দায় তাদের সম্পত্তির হৃদিশই দেব আপনাদের৷ মিডিয়ার রিপোর্ট বলছে বর্তমানে বলি অভিনেতা অজয় দেবগণ ২৬০ কোটি টাকার মালিক। শুধু তাই নয় ২০১৮ সালে অভিনেতার নেট আয় ছিল ৩২ কোটি টাকা, এবং গত ১২ বছরে কেবল চলচ্চিত্র বাবদ তিনি ১০০ কোটি টাকার উপর পারিশ্রমিক নিয়েছেন।

অজয় দেবগণ,সম্পত্তি,অজয় দেবগণের সম্পত্তি,বলিউড,কাজল,প্রাইভেট জেট,গাড়ি,Ajay devgan,kajol,private zet,private jet,Bollywood

স্বভাবতই আর বলার অপেক্ষা রাখেনা যে অজয় দেবগণ বেশ বিলাসবহুল জীবন যাপন করেন। বাস্তব জীবনে তার গাড়ির শখ প্রবল। তার সংগ্রহে অত্যন্ত বিলাসবহুল গাড়ি এস কার Maserati Quattroporte রয়েছে। পাশাপাশি ২ কোটির বেশি মূল্যের একটি দুর্দান্ত রেঞ্জ রোভার রয়েছে।

অজয় দেবগণ,সম্পত্তি,অজয় দেবগণের সম্পত্তি,বলিউড,কাজল,প্রাইভেট জেট,গাড়ি,Ajay devgan,kajol,private zet,private jet,Bollywood

এরপর যদি আসি অভিনেতার বাসস্থানের কথায় তালে বলতে হয় অজয়ের একটি নয় খোদ মুম্বইয়ের বুকে দুই খানা বিলাসবহুল বাড়ি রয়েছে, যার একটি সমুদ্রমুখী জুহুতে অন্যটি মালগারি রোডে নির্মিত, যার মোট মূল্য প্রায় ২৫ কোটি টাকা। এছাড়াও মুম্বইতে তার প্রাসাদসম বাড়ি রয়েছে যার মূল্য ৬০ কোটি। প্রাইভেট জেট ব্যবহার করেন অজয়, তার দাম প্রায় ১০০ কোটি টাকা। এছাড়া তার নিজস্ব প্রোডাকশন হাউজ থেকেও বেশ মোটা অঙ্কের টাকা আয় হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥