• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহামারিকালে মুম্বাইয়ের জুহুতে ৬০ কোটির বাড়ি কিনে বিগ বি ও খিলাড়ির প্রতিবেশী হলেন অজয় দেবগন

বলিউড এর অন্যতম জুটি অজয় দেবগন (Ajay Debgan) ও কাজলের (Kajal)। অজয় দেবগন এর নাম সর্বদা একজন অভিনেতা, পরিচালক, নির্দেশক হিসাবে উঠে এসেছে জনগণের সামনে। এবার তার নাম এক নতুন কিছুতে সংযোজন হয়েছে, তা হল সেলেবদের সম্পত্তি বা নতুন বাড়ি কেনার তালিকায়। ইদানিং কালে বেশ কিছু সেলেব নতুন বাড়ি কিনে এক নতুন সংযোজন তালিকা গড়ে তুলেছেন। সেই তালিকায় অজয় দেবগন এর নাম ও যুক্ত হলো।

সম্প্রতি অজয় দেবগন মুম্বাইয়ের জুহুতে (Juhu) ৫৯০ স্কোয়ার ফুটের জমিতে একটি বাড়ি কিনেছেন। আমরা সকলেই অবগত এই জুহু তে বড়ো বড়ো ষ্টার রা থাকেন। অজয় দেবগন এখন তাদের প্রতিবেশী হয়ে উঠলেন। তিনি বলিউড এর বিগ বি অমিতাভ বচ্চন (Amitab Bacchan), ঋত্বিক রোশন (Rittik Roshan), ধর্মেন্দ্র (Dharmendra), ও অক্ষয় কুমারের (Akshy Kumar) প্রতিবেশী হলেন এই বাড়িটি কিনে।

   

Ajay Debgan,Amitabh Bacchan,Akshay Kuamr,Mumbai,Juhu,অজয় দেবগন,অমিতাভ বচ্চন,অক্ষয়  কুমার,মুম্বাই,বলিউড,Bollywood,Ajay Debgan buys 60 crore worth property in Juhu Mumbai amid lockdown

বিগত বছরের শেষের দিক থেকেই তিনি এরকম একটি সম্পত্তির খোঁজ করছিলেন বলে জানা যায়, আর অবশেষে তিনি জুহু তে নিজের মনের মতন ৫৯০ বর্গফুট জমির উপর স্থাপিত এই বাড়িটি ক্রয় করেছেন তাও অনিয়মানিক ৬০  কোটি টাকার বিনিময়ে। তার এই বাড়ি দেখলে রীতিমতো চমকে যাবেন অনুরাগীরা।

Ajay Debgan,Amitabh Bacchan,Akshay Kuamr,Mumbai,Juhu,অজয় দেবগন,অমিতাভ বচ্চন,অক্ষয়  কুমার,মুম্বাই,বলিউড,Bollywood,Ajay Debgan buys 60 crore worth property in Juhu Mumbai amid lockdown

আমরা জানি বিগ বি কিছুদিন আগেই মুম্বাইতে একটি বিশাল বাড়ি কিনেছেন ৩১ কোটি টাকার বিনিময়ে। বিগ বীর এই বাড়িটির বিস্তৃতি ও ৫১৮৪ বর্গফুট। বিগ বি যার নাম রেখেছেন জলসা (Jalsa)। এই জলসার ছবি সামনে আসতেই সকলকে তাকে লাগিয়ে দিয়েছিলো। এবার অজয় দেবগন তার কাছাকাছিই বাড়িটি ক্রয় করেছেন। আর সেলেবদের নতুন বাড়ি কেনার তালিকায় নিজের নাম তা সংযোজন করেছেন।

অজয় দেবগন একজন অসাধারণ অভিনেতা। তার সম্প্রতি ছবি বালাজি তো দর্শকের মন কেড়ে নিয়েছে। তবে এবার নেটফ্লিক্স  ও জী ফাইভ স্ট্রিমিং এ তার ‘আর আর আর ‘ নামক একটি ছবি মুক্তি প্রাপ্ত হতে চলেছে খুব শিগ্রই। এটি ওটিটি  প্লাটফ্রম এ প্রকাশ পাবার পর এই ছবির নেটফ্লিক্স এ হিন্দি, পর্তুগিজ, কোরিয়ান, তুর্কি এবং স্প্যানিশ সংস্করণ ও জী ফাইভ এ তেলেগু, তামিল, মালায়ালম, এবং কানাডা  সংস্করণও প্রকাশ পাবে। অজয় দেবগণকে আবার নতুন ভাবে নতুন চরিত্রে এই ছবি তে দেখতে পাবেন অনুরাগীরা।

site