• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সুপারস্টার হলেও ভোলেননি সংস্কৃতি! রজনীকান্তকে দেখেই ছুটে গিয়ে প্রণাম করলেন ঐশ্বর্য, রইল ভিডিও

Published on:

Aishwarya Rai,Rajinikanth,Aishwarya Rai Rajinikanth,Ponniyin Selvan I trailer,bollywood,entertainment,ঐশ্বর্য রাই,রজনীকান্ত,ঐশ্বর্য রাই রজনীকান্ত,পোন্নিয়িন সেলভান ১ ট্রেলার,বলিউড,বিনোদন

মণিরত্নম পরিচালিত সিনেমা ‘পোন্নিয়িন সেলভান ১’এর (Ponniyin Selvan I) ট্রেলার লঞ্চ হয়ে গেল। মঙ্গলবার চেন্নাইয়ে রাজকীয় এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিগ বাজেট সিনেমার ট্রেলার লঞ্চ করা হয়েছে। পরিচালক, কলাকুশলীরা ছাড়াও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথের দুই নামী সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth) এবং কমল হাসানও। আর সেই অনুষ্ঠানেই ‘পোন্নিয়িন সেলভান’ অভিনেত্রী ঐশ্বর্য রাই (Aishwarya Rai) এমন একটি কাজ করেন, যা দেখে একেবারে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

‘পোন্নিয়িন সেলভান’এর ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে সব সুপারস্টারের মাঝেও সকলের নজর ছিল একজনের ওপরই। তিনি হলেন ‘থালাইভা’ রজনীকান্ত। ব্যতিক্রম নন ঐশ্বর্য রাইও। সাউথ সুপারস্টারকে দেখা মাত্রই ছুটে গিয়ে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন বলি সুন্দরী।

Aishwarya Rai namaste

রজনীকান্ত সাউথের পাশাপাশিই বলিউডেও দাপিয়ে কাজ করেছেন। ভারতের বিনোদন ইন্ডাস্ট্রিতে তাঁর অবদান প্রচুর। সেই অবদানের কথা মনে রেখেই এহেন ব্যক্তিত্বের পা ছুঁয়ে আশীর্বাদ নেন রাই সুন্দরী। সুপারস্টার হয়েও সকল অহংকার ভুলে যেভাবে ‘থালাইভা’র পায়ে হাত দিয়ে ঐশ্বর্য প্রণাম করেছেন, তা দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন নেটিজেনরা।

Rajinikanth

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওয় দেখা গিয়েছে, রজনীকান্ত ইভেন্টে আসার পর তাঁর সঙ্গে দেখা করার জন্য কলাকুশলীদের লাইন পড়ে গিয়েছিল। সেই লাইনে ছিলেন বলি সুন্দরী ঐশ্বর্যও। প্রথমে ‘পোন্নিয়িন সেলভান’ পরিচালক মণি রত্নমের সঙ্গে আলিঙ্গন করেন অভিনেত্রী। এরপর তাঁর ‘বোবোট’ সহ-অভিনেতাকে দেখামাত্রই তাঁর পা ছুঁয়ে আশীর্বাদ নেন ঐশ্বর্য।

রজনীকান্ত অবশ্য বলি সুন্দরীর এই কাজ দেখে তাঁকে মাঝপথেই থামিয়ে দিয়ে আলিঙ্গন করেন। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শকদের হাততালি যেন কিছুতেই থামতে চাইছিল না। এরপর একে অপরকে নমস্কার করে কিছুক্ষণ কথাও বলতে দেখা যায় ‘রোবোট’, ‘২.০’ জুটিকে।

ইভেন্টে বক্তব্য রাখার সময়ও ‘থালাইভা’ এবং কমল হাসানের প্রশংসা করেন রাই সুন্দরী। অভিনেত্রী বলেন, ‘রজনী এবং কমল স্যার- আপনাদের দু’জনের এখানে থাকা আমাদের সবার কাছে স্বপ্নের মতো। আমরা প্রত্যেকে আপনাদের দু’জনের ছাত্রছাত্রী এবং অনুরাগী। চিরকালই আমরা এমনই থাকব’।

ঐশ্বর্যের আগামী প্রোজেক্ট ‘পোন্নিয়িন সেলভান’এর নিরিখে বলা হলে, এই ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। এই বিগ বাজেট সিনেমায় বলি সুন্দরীর সঙ্গেই অভিনয় করেছেন চিয়ান বিক্রম, শোভিতা ধুলিপালাও। আগামী ৩০ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥