• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক চুমুতেই ছবি হিট! ঐশ্বর্য থেকেই মল্লিকা, রইল ৪ বলিনায়িকার বিতর্কিত ছবির তালিকা

Published on:

Aishwarya Rai to Mallika Sherawat Most controversial Bollywood Kissing Scenes

চুম্বন দৃশ্য (Kissing scene) নিয়ে দর্শকদের ছুঁৎমার্গ বহু পুরনো। এখন সেই বিষয়টি অনেকখানি কমলেও, ২০০০ সালের আগে অবধি ছবিতে চুম্বন দৃশ্য থাকলে তুলোধনা করা হতো নায়ক-নায়িকাদের। ঐশ্বর্য রাই (Aishwarya Rai) থেকে করিশ্মা কাপুর (Karishma Kapoor) পর্দায় চুমু খেয়ে বিতর্ক জড়িয়েছেন বহু বলিউড নায়িকা। আজকের প্রতিবেদনে বি টাউনের (Bollywood) এমনই ৪ নায়িকার নাম তুলে ধরা হল যাদের চুম্বন দৃশ্য নিয়ে হয়েছিল ব্যাপক বিতর্ক।

ঐশ্বর্য রাই (Aishwarya Rai)- ২০০৬ সালে ‘ধুম ২’ রিলিজ করেছিল। এই ছবিতে ঋত্বিক রোশনের সঙ্গে রোম্যান্স করতে দেখা গিয়েছিল ঐশ্বর্য রাইকে। তাঁদের রসায়ন দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। এই ছবিতেই ঋত্বিক-ঐশ্বর্যের একটি চুম্বন দৃশ্যও ছিল। ক্যামেরার সামনে দুই তারকার ঠোঁটে ঠোঁট রাখা নিয়ে তৈরি হয়েছিল ব্যাপক বিতর্ক।

Dhoom 2 kissing scene

মল্লিকা শেরাওয়াত (Mallika Sherawat)- বলিউডের ‘কিসিং ক্যুইন’ হিসেবে পরিচিত মল্লিকার নামও তালিকায় রয়েছে। সুন্দরী এই অভিনেত্রী নিজের কেরিয়ারে একাধিক বোল্ড দৃশ্যে অভিনয় করেছেন। মল্লিকার ডেবিউ ছবিতেও একটি হিমাংশু মালিকের সঙ্গে তাঁর একটি চুম্বপ্ন দৃশ্য ছিল। সেই সিনের জন্য পরবর্তীকালে অভিনেত্রী প্রচুর বিতর্কে জড়িয়েছিলেন।

Khwaish movie kissing scene

করিশ্মা কাপুর (Karishma Kapoor)- মাত্র ১৭ বছর বয়সে অভিনয় শুরু করেন করিশ্মা। বলিউডের সম্ভ্রান্ত কাপুর পরিবারের মেয়ে করিশ্মার কাছে অন স্ক্রিন রোম্যান্স কোনও ব্যাপারই ছিল না। কিন্তু ‘রাজা হিন্দুস্তানি’তে আমির খানের ঠোঁটে ঠোঁট রেখে ব্যাপক বিতর্কে জড়িয়েছিলেন রণধীর কন্যা।

Raja Hindustani kissing scene

অমৃতা অরোরা (Amrita Arora)- বলিউডের বিতর্কিত ও চর্চিত অভিনেত্রীদের নামের তালিকা যদি প্রস্তুত করা হয় তাহলে সেখানে অবশ্যই নাম থাকবে মালাইকা অরোরার। তবে অনেকেই হয়তো জানেন না, তাঁর বোন অমৃতাকে নিয়েও কম বিতর্ক হয়নি।

Girlfriend movie kissing scene

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘গার্লফ্রেন্ড’এ অভিনয় করেছিলেন অমৃতা। সেই ছবিতে সমকামী ভালোবাসার কাহিনী দেখানো হয়েছিল। ‘গার্লফ্রেন্ড’এ সহ অভিনেত্রী ঈশা কোপিকারের ঠোঁটে ঠোঁট রেখেছিলেন অমৃতা। পরবর্তীকালে এই বিষয়টি নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥