বলিউড (Bollywood) তারকাদের নিয়ে সাধারণ মানুষদের চর্চার অন্ত নেই। তাঁদের লাইফস্টাইল নিয়ে জানতে চায় প্রত্যেকেই। কেরিয়ার হোক বা পার্সোনাল লাইফ- বলি সেলেবদের সবকিছুর বিষয়ে অনুরাগীদের প্রবল আগ্রহ। আজকের প্রতিবেদনে বি টাউনের এমন ৪ নায়িকার (Actress) নাম তুলে ধরা হল যারা নিজেদের শ্বশুরমশাইয়ের সঙ্গে বড়পর্দায় উদ্দাম রোম্যান্স করেছেন। দেখে নিন কোন কোন নায়িকার নাম রয়েছে সেই লিস্টে।
নীতু সিং (Neetu Singh)- তালিকার প্রথম নামটিই হল একসময়কার নামী নায়িকা নীতু সিংয়ের। রণবীর সিংয়ের মা শ্বশুর শশী কাপুরের সঙ্গে পর্দায় রোম্যান্স করেছিলেন। শশী অবশ্য নীতুর নিজের শ্বশুরমশাই ছিলেন না। তিনি সম্পর্কে নীতুর স্বামী তথা অভিনেতা ঋষি কাপুরের কাকা ছিলেন।

ঐশ্বর্য রাই (Aishwarya Rai)- বলিউডের রাই সুন্দরী তথা ঐশ্বর্যের নামও তালিকায় রয়েছে। ঐশ্বর্য বলিউডের অত্যন্ত সম্ভ্রান্ত বচ্চন পরিবারের বৌ। অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের স্ত্রী তিনি। তবে অনেকেই জানেন না, অমিতাভ তাঁর ছেলের বৌ ঐশ্বর্যর সঙ্গে একটি আইটেম গানে নেচেছিলেন। সেই গানে অবশ্য অমিতাভ একা নন, সঙ্গে ছেলে অভিষেকও ছিল।

আলিয়া ভাট (Alia Bhatt)- বলিউডের নামী নায়িকা এবং কাপুর পরিবারের বৌমা আলিয়ার নামও এই লিস্টে রয়েছে। রণবীর কাপুরের স্ত্রীও শ্বশুরমশাই ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন। ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবিতেই একসঙ্গে দেখা গিয়েছিল ঋষি এবং আলিয়াকে।

সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)- দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী সামান্থা এখন বলিউডেরও পরিচিত মুখ। গত বছর করণ জোহর সঞ্চালিত ‘কফি উইথ করণ’এও অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন তিনি। সামান্থার আরও একটি পরিচয় রয়েছে।

‘ও আন্থাভা’ খ্যাত এই নায়িকা সাউথ সুপারস্টার নাগার্জুনের প্রাক্তন ছেলের বৌ। নাগার্জুনের ছেলে নাগা চৈতন্যের সঙ্গে সাত পাক ঘুরেছিলেন নায়িকা। সেই বিয়ে অবশ্য টেকেনি। তবে অনেকেই জানেন না, নাগাকে বিয়ে করলেও শ্বশুরমশাইয়ের সঙ্গেও বহু ছবিতে চুটিয়ে রোম্যান্স করেছেন সামান্থা।














